বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হজযাত্রীদের উটের কাছে যেতে মানা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৭ মে, ২০২৩ ২২:৩০

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে অনুযায়ী মার্স রোগের সংক্রমণ এড়াতে সৌদি আরবে অবস্থানকালে উটের সংস্পর্শে না যেতে হজযাত্রীদের পরামর্শ দেয়া হচ্ছে।

হজযাত্রীদের সৌদি আরবে উটের সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। মার্শ রোগের সংক্রমণ এড়াতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

হজযাত্রীদের সৌদিতে প্রবেশের শর্ত মেনে চলার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তাতে এ বিষয়টির উল্লেখ করা হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় এবং সে অনুযায়ী কমিটি মার্স প্রতিরোধে উটের সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেয়।

কমিটি জানিয়েছে অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে সে দেশের শর্ত অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বিদেশ থেকে আগত যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা ও কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শনের বাধ্যবাধকতারও আর প্রয়োজন নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনার জরুরি অবস্থা প্রত্যাহার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। কমিটি জানায়, কোনো কোনো দেশে এখনও কোভিড-১৯ সংক্রমণ বেশি থাকলেও মৃত্যু হার, আইসিইউ প্রয়োজনীয়তা ও জটিলতা অনেক কমে এসেছে। বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ বেশ কিছুদিন ধরে নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে জানিয়ে সামাজিক দূরত্ব, মাস্ক পরাসহ কোভিড প্রতিরোধে অন্যান্য করণীয় শিথিল করার বিষয়ে মতামত ব্যক্ত করে কমিটি।

তবে কমিটি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়। কমিটি মনে করে এ পরামর্শ কোভিড-১৯ ছাড়া অন্যান্য স্বাস্থ্য সমস্যা প্রতিরোধেও সহায়ক হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী করোনার জরুরি অবস্থা বিবেচনা না করলেও সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বৈশ্বিক রিপোর্ট পর্যালোচনা ও দেশে সার্ভিলেন্স জোরদার করতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) পরামর্শ দেয়া হয়। ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি পেলে দ্রুত ব্যবস্থা নেয়ার সব প্রস্তুতি রাখারও সুপারিশ করা হয় বৈঠকে।

এ বিভাগের আরো খবর