বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টানা ৭ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

  • প্রতিনিধি, চুয়াডাঙ্গা   
  • ৯ এপ্রিল, ২০২৩ ২১:০৮

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলা জুড়ে কয়েকদিন ধরে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে চলেছে। রোববার এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলেছে মাঝারি মাত্রার তাপপ্রবাহ। টানা ৭ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। তাপমাত্রা উঠানামা করছে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

রোববার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

এদিকে চলমান তাপদাহের প্রভাব পড়েছে জেলার ব্যবসা বাণিজ্যে। প্রচণ্ড গরমে বাজারমুখী হচ্ছে না মানুষ। ক্রেতা সমাগম না থাকায় ঈদ বাজার এ্রখনও জমে ওঠেনি।

দামুড়হুদা মালিক সুপার মার্কেটের ব্যবসায়ী শাহীন আলী জানান, ‘এই প্রচণ্ড গরমে বাজারে আসছে না মানুষ। ঈদ উপলক্ষে বেচাবিক্রিও তেমন শুরু হয়নি। অন্য বছরগুলোতে এ সময়ে অনেক বেশি বেচাবিক্রি হতো। গরমের কারণেই এবার ব্যবসায় মন্দা ভাব।’

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলা জুড়ে কয়েকদিন ধরে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে চলেছে। টানা ৭ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। রোববার এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এ বিভাগের আরো খবর