হজযাত্রী নিবন্ধনের সময় আরও পাঁচ দিন বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার হজযাত্রী নিবন্ধনের শেষ সময় থাকলেও তা বাড়িয়ে ৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে।
হজ করার খরচ অনেক বেড়ে যাওয়ায় এ বছর পাঁচ দফা সময় বাড়িয়েও হজের কোটা পূরণ হয়নি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সরকারিভাবে ৯ হাজার ৯৩৫ জন এবং বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজে যেতে এক লাখ ৮ হাজার ৩৫১ জন নিবন্ধন করেছেন। বাংলাদেশ থেকে এবার সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।
প্রাথমিকভাবে হজযাত্রী নিবন্ধনের শেষ সময় ছিল ২৩ ফেব্রুয়ারি। কিন্তু কোটা পূরণ না হওয়ায় ওই দিন প্রথম দফায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। এরপরও কোটা পূরণ না হওয়ায় পরবর্তীতে ধাপে ধাপে ৫ দফা সময় বাড়ানো হয়।
আগামী ২৭ জুন পবিত্র হজ হবে (চাঁদ দেখা সাপেক্ষে)। খরচ কমানোর পর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা লাগবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছিল। তবে সরকারের পক্ষ থেকে প্রায় ১২ হাজার টাকার মতো কমানো হয়।