সিয়াম সাধনার মাস রমজানে ভোররাতে সেহরি খেয়ে দিনভর পানাহার থেকে দূরে থাকেন মুসলিমরা। রোজা শুরুর আগের এ সময়টাতে কোন দোয়া পড়তে হয় কিংবা আদৌ কোনো দোয়া আছে কি না, তা জানতে চান অনেকে।
ইসলামি প্রশ্নোত্তরভিত্তিক ওয়েবসাইট ইসলাম কিউএ ডটইনফোতে এক প্রশ্নের জবাবে বলা হয়, ‘সেহরির সময় পড়তে হয় এমন কোনো বিশেষ দোয়া নেই। শরিয়তসম্মত হলো খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে বা আল্লাহর নামে শুরু করা এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়ে তার প্রশংসা করা, যেমনটি সব খাওয়ার বেলায় করা হয়।’
উত্তরে আরও বলা হয়, ‘যে ব্যক্তি রাতের এক-তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর সেহরি খান, তিনি এমন একটি সময় পান যে সময়ে আল্লাহতায়ালা অবতরণ করেন এবং যে সময়ে দোয়া কবুল হয়। আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ رواه البخاري।’
উল্লিখিত হাদিসের অর্থ হলো, “রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আমাদের মহান রব দুনিয়ার আসমানে অবতরণ করেন। অবতরণ করে তিনি বলতে থাকেন, ‘কে আমার কাছে দোয়া করবে? আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে প্রার্থনা করবে? আমি তাকে দান করব। কে আমার কাছে ইসতিগফার (ক্ষমা প্রার্থনা) করবে? আমি তাকে ক্ষমা করে দেব।”
প্রশ্নোত্তরে রাতের এক-তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর সেহরি খেলে দোয়ার বিষয়ে বলা হয়, এ সময়ে দোয়া করা যেতে পারে। যেহেতু এটি দোয়া কবুলের সময়; সেহরির সময় হিসেবে নয়।
এতে আরও বলা হয়, “নিয়তের স্থান হচ্ছে অন্তর। জিহ্বা দিয়ে নিয়ত উচ্চারণ করা শরিয়তসম্মত নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ বলেছেন, ‘যে ব্যক্তি মনে মনে সংকল্প করল যে, সে পরের দিন রোজা পালন করবে, তবে তার নিয়্যত করা হয়ে গেল।’”