মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার রোজা শুরু হবে।
সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে যে মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার রোজা শুরু হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে প্রথম রোজা হওয়ার সম্ভাবনা শুক্রবার (২৪ মার্চ)।
ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি হচ্ছে রোজা।