পবিত্র হজ পালনের জন্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করে জারি করা স্মারক সংশোধন বা পরিবর্তন করে চার লাখ টাকার কমে প্যাকেজ ঘোষণা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ধর্ম সচিব, সৌদি রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশকারী আইনজীবী আশরাফ-উজ-জামান নিউজবাংলাকে বলেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রার জন্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রণালয়। অথচ এই প্যাকেজের মধ্যে বিমান ভাড়া অনেক বেশি ধরা হয়েছে। এছাড়া সেখানের বাড়ি ভাড়াও অনেক বেশি ধরেছেন তারা। তার থেকেও বড় কথা হলো তারা হজ পালনের ১৫ শতাংশ ভ্যাট ধরেছেন, যা বেআইনি। আমাদের বক্তব্য হচ্ছে- হজ পালন মূলত একটি ধর্মীয় বিধান পালন করতে যাচ্ছেন সেখানে কেন ভ্যাট যুক্ত করতে হবে।
এছাড়া হজে পালনের সময় বিমানের ভাড়া কেন এত ধরা হবে। বরং ধর্মীয় এই বিধি বিধান পালন থেকে কেন বাড়তি আয় করতে হবে। এ কারনে আমরা নোটিশটি পাঠিয়েছি।
নোটিশের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান আশরাফ-উজ-জামান ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে গত মাসে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনে যেতে পারবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন যেতে পারবেন।