বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বইমেলা: নন-ফিকশনে আগ্রহ কম তরুণদের

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:২৩

অমর একুশে বইমেলার ১৯তম দিনে রোববার বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মীরা জানান, কিশোর-তরুণরা ফিকশন বই বেশি কিনছেন। আর যারা নন-ফিকশন বই কিনছেন তাদের অধিকাংশই পঁয়ত্রিশোর্ধ্ব বয়সের।

পৃথিবীব্যাপী পাঠকের কাছে বরাবর ফিকশনের কদর বেশি। কিন্তু হাল আমলে ফিকশনের চেয়ে নন-ফিকশন বইয়ের পাঠক বাড়লেও অমর একুশে বই মেলায় তেমনটা দেখা যাচ্ছে না।

বইমেলায় বিভিন্ন প্রকাশনীতে থাকা বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলায় এমনিতেই ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। তার ওপর যেসব পাঠক বই কিনছেন তাদের অধিকাংশের আগ্রহ ফিকশন বইয়ে।

বিক্রয়কর্মীরা বলছেন, কিশোর-তরুণরা ফিকশন বই বেশি কিনছেন। আর যারা নন-ফিকশন বই কিনছেন তাদের অধিকাংশই পঁয়ত্রিশোর্ধ্ব বয়সের।

সময় প্রকাশনীর বিক্রয়কর্মী রিজওয়ান বলেন, “নন-ফিকশনের চেয়ে ফিকশন বই বেশি বিক্রি হচ্ছে। পুরো মেলায় একই চিত্র। ফিকশন বইয়ের মধ্যে আমাদের প্রকাশনীতে কয়েকটি বই এসেছে। আনিসুল হক স্যারের ‘যখনই জাগিবে তুমি’ আর সুভাস সিংহের ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও বাকশাল’ ভালো সাড়া পাচ্ছে।

“আর কিশোর-তরুণরা নন-ফিকশন বই বেশি কিনছেন না। বয়স্ক ব্যক্তি আর গুটিকয়েক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসব বইয়ে আগ্রহ দেখাচ্ছেন।”

শব্দশৈলী প্রকাশনীর এক বিক্রয়কর্মী বলেন, “নন-ফিকশন বই বেশি বিক্রি হচ্ছে না। তারপরও কমের মধ্যে বলতে গেলে রমা চৌধুরীর ‘একাত্তরের জননী’ বইটি ভালো যাচ্ছে। এছাড়া সাইফুল রাজীবের ‘প্রবাসের সাত কাহন’ আর নাফিজ ফুয়াদের ‘পজেটিভ সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ’ বইটি কিছু বিক্রি হচ্ছে।”

অনন্যা প্রকাশনীর বিক্রয়কর্মী ফারুক বলেন, “নন ফিকশনের মধ্যে ভালো বিক্রি হচ্ছে এরকম বই খুব কম। তবে ইমদাদুল হক মিলনের ‘যে জীবন আমার ছিল’ বইটি মোটামুটি সাড়া পাচ্ছে। বইটির দ্বিতীয় মুদ্রণও চলে এসেছে। আসলে নন-ফিকশন বই কেনার পাঠক খুব কম। যা কিনছে তাদের মধ্যে মধ্যবয়সীই বেশি।”

কথাপ্রকাশ প্রকাশনীর ইনচার্জ জাফিউল ইসলাম বলেন, “এ বছর নতুন কিছু নন-ফিকশন বই এসেছে। এগুলোর মধ্যে সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের ‘মুক্তি কত দূরে’, বদিউদ্দীন নাজিরের ‘বই প্রকাশে লেখকের প্রস্তুতি’ সাড়া পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের থেকে শুরু করে মধ্যবয়সীরাই এসব বই কিনছে।”

প্রথমা প্রকাশনীর বিক্রয়কর্মী মুশফিক বলেন, “আমাদের প্রকাশনীতে নন-ফিকশন বই সবচেয়ে বেশি। ফিকশন নেই বললেই চলে। তাই নন-ফিকশন বই আমাদের এখানে ভালো বিক্রি হচ্ছে।

“এ বছর নতুন আসা নন-ফিকশন বইয়ের মধ্যে মহিউদ্দিন আহমেদের ‘একাত্তরের মুজিব’, ‘ইতিহাসের বাঁকবদল একাত্তর ও পঁচাত্তর’ আর আনিসুল হকের ‘লেখক সঙ্গ’ ভালো বিক্রি হচ্ছে। আর পুরনো বইয়ের মধ্যে আকবর আলি খানের ‘পুরোনো সেই দিনের কথা’ ভালো বিক্রি হচ্ছে। এই বইগুলো ওল্ড এইজ এবং মিড এইজের পাঠকরা বেশি কিনছে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কমসংখ্যকই এই বইগুলোর ক্রেতা।”

রোববার ছিল অমর একুশে বইমেলার ১৯তম দিন। এদিন নতুন বই এসেছে ৭৫টি। বিকেল সাড়ে ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘গোবিন্দ চন্দ্র দেব এবং ভাষাসংগ্রামী গাজীউল হক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

প্রবন্ধ উপস্থাপন করেন গাজী আজিজুর রহমান এবং আমিনুর রহমান সুলতান। আলোচনায় অংশ নেন খান মাহবুব, হাসান অরিন্দম, শিহাব শাহরিয়ার, পাপড়ি রহমান ও রাজীব কুমার সরকার। সভাপতিত্ব করেন আবু মো. দেলোয়ার হোসেন।

এদিন লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কামরান হাসান, ফজলুর রহমান, জেবউননেছা ও শিবুকান্তি দাশ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন নূরুন্নাহার শিরীন, সরকার মাসুদ, কাজী আসাদুজ্জামান, কাজী আনারকলি, হাসান শরীফ এবং আসাদ কাজল। আবৃত্তি পরিবেশন করেন রাশেদ হাসান, রূপশ্রী চক্রবর্তী, দেবাশিস কর ও ঝর্ণা পারুল।

সোমবারের সময়সূচি

সোমবার অমর একুশে বইমেলার ২০তম দিন। এদিন বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

প্রবন্ধ উপস্থাপন করবেন নুরুননবী শান্ত। আলোচনায় অংশ নেবেন মিহির মুসাকী, বেলাল হোসেন ও হোসেন আল মামুন। সভাপতিত্ব করবেন লুবনা মারিয়াম।

এ বিভাগের আরো খবর