ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজসিকির পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির আরেক কর্মকর্তা নিল মোহন।
আলফাবেটের মালিকানাধীন সাইটটির হবু সিইওকে নিয়ে কিছু তথ্য দিয়েছে এনডিটিভি।
ভারতভিত্তিক সংবাদমাধ্যমটির শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নিল মোহন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি ২০১৫ সাল থেকে ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আয়ারল্যান্ডের ডাবলিনভিত্তিক তথ্যপ্রযুক্তি ও পরামর্শ সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারে ১৯৯৬ সালে ক্যারিয়ার শুরু করেন নিল মোহন। পরবর্তী সময়ে তিনি নেটগ্র্যাভিটি নামের নতুন একটি প্রতিষ্ঠানে চাকরি নেন, যেটি পরবর্তীকালে কিনে নেয় অনলাইনভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা ডাবলক্লিক। ২০০৭ সালে ডাবলক্লিককে কিনে নেয় সার্চ ইঞ্জিন গুগল।
সার্চ ইঞ্জিনটির বিজ্ঞাপনী পরিষেবা অ্যাডওয়ার্ডস, অ্যাডসেন্স ও ডাবলক্লিকের মানোন্নয়নে বড় ভূমিকা রাখেন নিল মোহন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক টেক জায়ান্ট মাইক্রোসফটেও কাজ করেন নিল মোহন। সেখানে তিনি করপোরেট স্ট্র্যাটেজি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
এসবের বাইরেও নিল মোহন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত স্টাইল সেবাদাতা প্রতিষ্ঠান স্টিচ ফিক্স ও জৈবপ্রযুক্তি কোম্পানি টোয়েন্টিথ্রিঅ্যান্ডমির পরিচালনা পর্ষদের সদস্য।