কানাডা প্রবাসী লেখক বায়েজিদ গালিবের ‘বাসর রাতের বিড়াল’ বইয়ের মোড়ক উম্মোচন হয়েছে।
অমর একুশে বইমেলার মোড়ক উম্মোচন মঞ্চে শুক্রবার বিকেলে বইটির মোড়ক উম্মোচিত হয়।
বইয়ের লেখক বায়েজিদ গালিব কানাডাপ্রবাসী। মোড়ক উম্মোচনের সময় তিনি মঞ্চে উপস্থিত ছিলেন।
বই সম্পর্কে বায়েজিদ গালিব বলেন, ‘ বইটিতে পাঁচটি রম্য গল্প আছে। তার মধ্যে একটির গল্পের নাম বাসর রাতের বিড়াল। আমাদের দেশে মধ্যযুগ থেকে চলে আসছে মেয়েদের কীভাবে বউ হিসেবে বশ বা অনুগত করা যায়। এটি নিয়েই রম্য গল্পটি লেখা। এখানে জাপান ভ্রমণেরও একটি রম্য গল্প আছে। আরেকটা প্রেমের গল্প আছে। গল্পটির নাম চারুলতা। চারুলতা খুব চঞ্চল ও সংগ্রামী। তার প্রেম কাহিনী নিয়ে একটা গল্প আছে। এই বইয়ের মোট পৃষ্ঠা ১২০। ৩২নং প্যাভিলিয়ন ভাষাচিত্রে এ বইটি পাওয়া যাবে।’
মোড়ক উম্মোচন শেষে ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আসহাদুজ্জামান বলেন, ‘এ বইয়ের লেখক কানাডা প্রবাসী। তিনি কানাডা এবং জাপানের সংস্কৃতি এখানে তুলে ধরেছেন। ভ্রমণকাহীনি থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। আশা করি এই বইটি পাঠকমহলে সমাধৃত হবে।’
বাংলা একাডেমির পরিচালক আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘বইটি আমি পড়েছি। এখানে অনেকগুলো গল্প আছে। এই বইটি অন্যধারার লেখা। এখানে জাপানের সংস্কৃতিসহ আরও অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে। আশা করি বইটি আপনাদের ভালো লাগবে।’
লেখকের এক শুভাকাঙ্ক্ষী বলেন, ‘কোনো লেখক যখন কোনো লেখা লেখেন সেটা নতুন রূপ আর ভাষা নিয়ে পাঠকের সামনে হাজির হয়। গালিব ভাইয়ের এই লেখা পৃথিবীতে নতুন এক ধরনের আইডিয়া ও সৌন্দর্যবোধ নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। আপনারা বইটি পড়ে লেখককে অনুপ্রাণিত করবেন।’
নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. ময়নামতি বলেন, ‘জাপান ও লন্ডনে থাকার অভিজ্ঞতা নিয়ে তিনি বইটিতে লিখেছেন। কীভাবে মেয়েরা ঘরে নানারকম বাধা আর প্রতিবন্ধকতার উত্তরণ করতে পারে সে বিষয়টি বইটিতে তুলে ধরা হয়েছে। আমি বইটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।’