অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে কবি আজিম হিয়ার নতুন বই ‘নিরন্ন আললা’।
বইটির প্রচ্ছদ করেছেন নাওয়াজ মারজান, যেটি প্রকাশ করেছে উপকথা প্রকাশনী।
‘নিরন্ন আললা’ কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। ২০১৬ সালে চৈতন্য প্রকাশনী থেকে প্রকাশ হয় তাঁর প্রথম কবিতার বই ‘অন্ধ আতরের ঘ্রাণ’।
মেলার প্রথম দিন থেকেই ‘নিরন্ন আললা’ পাওয়া যাচ্ছে উপকথা প্রকাশনীর ১৭৭ নম্বর স্টলে। বইটির মুদ্রিত মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।
কবি আজিম হিয়ার জন্ম ১৯৮৪ সালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুনিহাটী গ্রামে। তিনি ঢাকায় বাংলাদেশ বেতারের সদরদপ্তরে কর্মরত।
কবি যৌথভাবে সম্পাদনা করছেন ছোট কাগজ ‘পলিমাটি’। এ ছাড়াও শিল্প, সাহিত্যবিষয়ক সাময়িকী ‘দেশ প্রসঙ্গ’–এর কয়েকটি সংখ্যায় সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
বইয়ে থাকা কবিতাগুলোতে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আজিম হিয়ার উপলব্ধি উঠে এসেছে।