রাজধানীর ধানমন্ডিতে সফিউদ্দীন শিল্পালয়ে ‘আদ্যোপান্ত’ শিল্পীদলের ১১ শিল্পীর চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী ‘নকশী’।
৪৪টি চিত্রকর্ম নিয়ে শুক্রবার বিকেলে শুরু হওয়া এই প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের অধ্যাপক প্রখ্যাত চিত্রশিল্পী আবুল বারক আলভী। বিশেষ অতিথি ছিলেন স্বনামধন্য চিত্রশিল্পী শেখ আফজাল হোসেন।
প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মগুলো গত বছর শেরপুরের ঝিনাইগাতির নকশী গ্রামে তিন দিনের এক আর্ট ক্যাম্পে এঁকেছিলেন শিল্পীরা।
এই আর্ট ক্যাম্পের আয়োজক ছিলেন লেখক, পাখি বিশেষজ্ঞ ও আলোকচিত্রী ইনাম আল হক। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বও করেন তিনি।
প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা ছবি: নিউজবাংলা
উদ্বোধনী অনুষ্ঠানে ইনাম আল হক বলেন, "নকশী গ্রামের আর্ট ক্যাম্পে শিল্পীরা প্রাণ-প্রকৃতির নিগূঢ়তম যে সৌন্দর্য তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন, তারই প্রতিবিম্ব ‘নকশী’ শিরোনামের এই প্রদর্শনী।"
উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন ইনাম আল হক। ছবি: নিউজবাংলা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনী ও শিল্পীদের সফলতা কামনা করেন অতিথিরা।
প্রদর্শনীতে অংশ নেয়া ১১ শিল্পী হলেন ঢালী তমাল, ফারজানা ববি, ইশরাত জাহান, কনক আদিত্য, মামুন হোসাইন, নার্গিস পুনম, নাজমুল হক, শক্তি নোমান, তানিয়া হক, উপমা দাশ ও জেমরিনা হক।
প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা। ছবি: নিউজবাংলা
প্রদর্শনীটি ২৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ধানমন্ডির ৪ নম্বরে সড়কে ২১এ নম্বর বাড়িতে অবস্থিত সফিউদ্দীন শিল্পালয় অবস্থিত।