বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহী-কক্সবাজার রুটে চালু নভোএয়ার

  •    
  • ১৭ নভেম্বর, ২০২২ ১৯:১৯

উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজারে পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ অফারও ঘোষণা করেছে নভোএয়ার। কর্তৃপক্ষ জানায়, অফার পেতে দুই জনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকেট কিনতে হবে। এতে মিলবে কক্সবাজারে নির্ধারিত হোটেলে ৩ রাত বিনামূল্যে থাকার সুবিধা রয়েছে।

রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চালু করেছে বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। রাজশাহীর শাহমখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ৭০ আসনে যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে গেছে প্রথম ফ্লাইটটি।

ফ্লাইট উদ্বোধনে শাহমখদুম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আসেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ অনেকে।

নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী থেকে ছেড়ে কক্সবাজারে ফ্লাইট পৌঁছাবে দুপুর ১২টায়। আর কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে রাজশাহীতে বিকেল ৫টা ৫মিনিটে পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজারে পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ অফারও ঘোষণা করেছে নভোএয়ার। কর্তৃপক্ষ জানায়, অফার পেতে দুই জনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকেট কিনতে হবে। এতে মিলবে কক্সবাজারে নির্ধারিত হোটেলে ৩ রাত বিনামূল্যে থাকার সুবিধা রয়েছে।

ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৭টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। সেগুলো হলো হোটেল দ্যা কক্স টুডে, সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি টেরেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।

এ বিভাগের আরো খবর