রাজধানীর লালমাটিয়াই শূন্য আর্ট স্পেস গ্যালারিতে চলছে তরুণ চিত্রশিল্পী ফাহিম চৌধুরীর একক চিত্র প্রদর্শনী ‘অবয়ব’। ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীটি শনিবার থেকে শুরু হয়েছে। এর উদ্বোধন করেন শিল্পী শহিদ কবির।
১৬টি শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। এতে স্থান পেয়েছে মূলত মানুষের প্রতিকৃতি।
প্রতিকৃতি হলো ব্যক্তির মুখাবয়বের প্রতিনিধিত্বমূলক স্থিরচিত্র, কিন্তু এই স্থিরচিত্রের গভীরে যিনি থাকেন তিনি কে? কি তার বিশেষত্ব? স্থিরচিত্র দিয়ে তাকে কতটুকু চেনা যায়?
এইসব প্রশ্নের উত্তর খুঁজতে ফাহিম নিবিষ্ট হন ‘স্থির-অপলক’ চরিত্রগুলোর সঙ্গে কথোপকথনে।
শিল্পীর ভাষায়, ‘প্রদর্শিত চিত্রকর্মের চরিত্রগুলোর চেনা স্থির অভিব্যক্তির রুপায়নের চেয়ে আনকোড়া একজন মানুষের মনস্তাত্তিক পরিচয় খোঁজার চেষ্টাটাই আমার মূখ্য উদ্দেশ্য। যে পরিচয় তার বাহ্যিক অবয়বের চেয়ে আলাদা।’
২০১৭ সালে ইউডা চারুকলা থেকে স্নাতক শেষ করেন ফাহিম। ছাপচিত্র মাধ্যমে ভর্তি হলেও প্রবল আগ্রহ ছিল ড্রইং-পেইন্টিংয়ের প্রতি।
ফাহিম জানালেন, স্নাতক পর্যায়ে শিক্ষক শিল্পী শাহজাহান আহমেদ বিকাশের পোর্ট্রেট ক্লাস থেকে তার প্রতিকৃতি আঁকার প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়, যার চর্চা চলছে আজ অবধি।
প্রদর্শনীর চিত্রকর্মগুলো আঁকার পেছনের গল্প নিয়ে ফাহিমের ভাষ্য, ২০২০ সালের শুরু পর্যন্ত সব ভালোই চলছিল। হঠাৎ করোনাকালীন সব কিছু যখন বিমূঢ়, তখন আমি ঢাকায়। লকডাউনের কারণে বাড়ি ফিরতে পারেনি। দু:সহ একটা সময়! গৃহবন্দী থাকতে হয়েছে বহুদিন।
সেই সময় ফোনে থাকা ছবিগুলো সংস্কৃতির মিশেলে কাগজে আঁকা শুরু। রঙ-তুলির বদলে কাঠকয়লা আর পেন্সিলে সাদাকালোতে শুরু হয় ‘কালবেলা’র ডায়েরি। সেই ছবিগুলো আমার কাছে আর ছবি থাকেনি। হয়ে উঠেছে বিষন্ন সময়কালের একাকিত্ব কাটিয়ে ওঠার নিয়ন্তা।
আগামী ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন (রোববার বাদে) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত চলছে এই প্রদর্শনী। শূন্য আর্ট স্পেস গ্যালারিটির অবস্থান লালমাটিয়া ৫/৬ ব্লক এফ, কাজী অফিসের পাশে।