এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার উঠেছে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও মৌরি মরিয়মের হাতে।
কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য আনোয়ারা সৈয়দ হক এবং নবীন সাহিত্য বিভাগে (অনূর্ধ্ব ৪০ বছর বয়স্ক লেখক) মৌরি মরিয়ম পেয়েছেন এ বছরের পুরস্কার।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অন্যদিন সম্পাদক মাজহারুম ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী-পরিচালক মেহের আফরোজ শাওন।
পুরস্কারপ্রাপ্ত আনোয়ারা সৈয়দ হক ও মৌরি মরিয়মকে ক্রেস্টসহ দেয়া হয়েছে যথাক্রমে ৫ লাখ ও ১ লাখ টাকার চেক।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘আমি যে স্কুলে পড়েছি, সেই স্কুলে পুরস্কারের এই টাকাটা দিয়ে দেব। শিক্ষার উন্নয়নে এটি ব্যয় হবে।’
হুমায়ূন আহমেদ জীবনের অনেক কঠিন কথা খুব সহজে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি মানুষের কাছে যাওয়ার।’
নবীন সাহিত্যিক মৌরি মরিয়ম বলেন, ‘এই পুরস্কারটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ পুরস্কারটি হুমায়ূন আহমেদের নামে। এই পুরস্কার আমাকে লেখালেখির চর্চায় উৎসাহিত করবে।’
অনুষ্ঠানটি শুরু হয় রেজওয়ানা চৌধুরী বন্যার গান পরিবেশনার মধ্য দিয়ে।
প্রসঙ্গত, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার চালু হয়েছে ২০১৫ সালে।