বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের নিয়ন্ত্রণে যাওয়ার পর ব্লু ব্যাজ পেতে ৮ ডলার খরচ করতে হচ্ছে টুইটার ব্যবহারকারীদের। এর ফলে নির্দিষ্ট অর্থ খরচে যে কেউ পেতে পারেন ব্লু টিক। আর সে সুযোগে ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে।
রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, ব্লু ব্যাজ পাওয়া সহজ হয়ে যাওয়ায় টুইটার ভরে গেছে প্যারোডি অ্যাকাউন্টে। এমনকি যিশু খ্রিষ্টের নামেও ব্লু ব্যাজওয়ালা অ্যাকাউন্ট পাওয়া গেছে। এ নিয়ে হইচই পড়ে গেছে নেট দুনিয়ায়।
ভ্যারিফায়েড ওই অ্যাকাউন্টে ভুয়া যিশুকে পরিচয় করানো হয়েছে কাঠমিস্ত্রি, নিরাময়কারী ও ঈশ্বর হিসেবে। অ্যাকাউন্টের লোকেশন দেখানো হয়েছে ইসরায়েল।
সে অ্যাকাউন্ট থেকে টিজিআইএফের (থ্যাংকস গড ইট’স ফ্রাইডে) মতো টুইট হচ্ছে। এর অর্থ দাঁড়াচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ আজ শুক্রবার।
ব্যবহারকারীরা অ্যাকাউন্টধারীকে কেন ভুয়া মনে করছে, সে প্রশ্নও করা হচ্ছে টুইটে।
যিশুর নামে অ্যাকাউন্টই শেষ নয়। ব্লু ব্যাজওয়ালা অ্যাকাউন্টধারীদের মধ্যে রয়েছে শয়তানও। ‘স্যাটান’ নামের প্যারোডি অ্যাকাউন্টের বায়োতে বলা হয়েছে, শয়তান অশুভ নয়, একে ভুল বোঝা হয়েছে।
অ্যাকাউন্টটির লোকেশন হিসেবে দেয়া হয়েছে নরক। এতে শয়তানের প্রতিমূর্তি হিসেবে দৈত্যাকার শিংওয়ালা এক পুরুষের ছবি ব্যবহার করা হয়েছে।
টুইটারের মালিক ইলন মাস্ক এ ধরনের অ্যাকাউন্টের নামের সঙ্গে ‘প্যারোডি’ শব্দটি ব্যবহার করতে বলেছেন। তার এ নির্দেশের ফলে এমন অ্যাকাউন্টে টু্ইটার সয়লাব হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।