বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একাকিত্ব উপভোগের দিন আজ

  •    
  • ১১ নভেম্বর, ২০২২ ১৫:৩২

১১ নভেম্বরকে সংখ্যায় প্রকাশ করতে হলে লিখতে হয় ১১-১১। আর সেখানেই সিঙ্গল বা একাকী জীবনের প্রতিনিধিত্ব করছে দিনটি। তাই পৃথিবীর অনেক দেশে আয়োজনের মধ্য দিয়ে কিংবা নিভৃতে উদযাপিত হচ্ছে দিনটি।

‘ভালোবেসে, সখী, নিভৃতে যতনে/ আমার নামটি লিখো/ তোমার মনের মন্দিরে’—এমন আকুতি জানিয়েও প্রত্যাখ্যানের নীল বেদনা বরণ করেছেন অনেকেই। প্রেয়সীর আঘাত কিংবা প্রিয়তম না করে দেয়ার ভারে অনেকে হয়েছেন বিমর্ষ। কিন্তু তাতে অবশ্য জীবন থমকে যাওয়ার কথা নয়।

প্রত্যাখ্যানের যন্ত্রণা নিয়ে বিরহী মনকে শুধু দুঃখের গানের মধ্যেও আটকে ফেলা সম্ভবত উচিত হবে না। বরং আপনি যে একা, আপনার যে একাকিত্ব সেটিকে বরং উদযাপন করুন আজ। আজকের তারিখের দিকে একটু মনোযোগ দিলেই দেখবেন একাকিত্বের যে উজ্জ্বলতা, তার ছাপ রয়ে গেছে।

১১ নভেম্বরকে সংখ্যায় প্রকাশ করতে হলে লিখতে হয় ১১-১১। আর সেখানেই সিঙ্গল বা একাকী জীবনের প্রতিনিধিত্ব করছে দিনটি। তাই পৃথিবীর অনেক দেশে আয়োজনের মধ্য দিয়ে কিংবা নিভৃতে উদযাপিত হচ্ছে দিনটি।

চীন দেশে এটিকে দেখা হয় বাণিজ্যিক ছুটির দিন হিসেবে। যেখানে একজন সঙ্গীহীন মানুষ নিজের এবং তার প্রিয় মানুষের জন্য কেনাকাটার মধ্য দিয়ে নিজের একাকিত্বকে উদযাপন করেন।

দিনটির গোড়াপত্তনও হয়েছিল চীন থেকে। দেশটির নানজিং বিশ্ববিদ্যালয়ের একদল নিঃসঙ্গ শিক্ষার্থী, যারা ভালোবাসা চেয়ে ব্যর্থ হয়েছেন কিংবা সম্পর্কের টানাপড়েনে নিঃসঙ্গতা বেছে নিয়েছিলেন, তাদের হাত ধরে শুরু হয় সিঙ্গল ডে বা সঙ্গীহীনতা উদযাপন।

এই দলের সবাই ভালোবেসে ব্যর্থ হলেও জীবনের প্রতি ছিল তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তাই ভাবলেন, ভালোবাসার মানুষের জন্য বিলাপের বদলে একা থাকাকে উদযাপন করবেন দারুণ ছন্দে।

তাই ১৯৯৩ সালের ১১ নভেম্বরকে বেছে নিলেন তারা। যুক্তি? রোমান হরফে ১১ নভেম্বরকে লেখা হয় 11-11। এক মানেই একক, একা। কিন্তু লাঠির মতো দেখতে চারটি এক মিলে যেন সম্মিলিত শক্তি, জীবনকে উপভোগের নতুন প্রেরণা।

তাই ভালোবাসা কিংবা ভ্যালেন্টাইনস ডে বিরোধী একটি আয়োজন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে। আনন্দ উদযাপন, বন্ধুদের সঙ্গে মজা করে দিনটি কাটাতে চান নিঃসঙ্গ মানুষেরা।

নিঃসঙ্গতার দিনটি উদযাপনের একটি উদাহরণ দেয়া যাক। একবার এক ছাত্র একটি সিনেমা হলের একটি আসন ফাঁকা রেখে রেখে পরের সব আসনের টিকিট কেটে নেয়। ফলে বেইজিং লাভ স্টোরি চলচ্চিত্রটি দেখতে আগ্রহী প্রেমিক-প্রেমিকা কিংবা দম্পতিরা আর পাশাপাশি বসে রোমান্টিক চলচ্চিত্র উপভোগ করতে পারলেন না। তাদের বসতে হলো দূরে দূরে।

সময়ের সঙ্গে সঙ্গে এখন কেনাকাটাকেন্দ্রিক দিনে পরিণত হয়েছে। আর তা শুরু করেছিলেন বাহারি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আলিবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং। ২০০৯ সালে প্রথমবারের মতো ‘সিঙ্গলস ডে সেল’ ঘোষণা করে পণ্যমূল্যে ছাড় দিয়েছিলেন তিনি। আর তাতে দেখা গেছে ওই একদিনের বিক্রি ‘সাইবার মানডে’-এর বিক্রিকেও ছাড়িয়ে গেছে।

২০১৭ সালের দিনটিকে ঘিরে ২৫ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। ফলে ‘ব্ল্যাক ফ্রাইডে’ এবং ‘সাইবার মানডে’ দিনটির কাছে অর্থনৈতিক হিসেবে হয়েছে ধরাশায়ী।

আলিবাবা-এর মোবাইল ওয়ালেট অ্যাপ ‘আলিপে’-তে ২০১৭ সালের ১১ নভেম্বর প্রতি সেকেন্ডে ট্রানজেকশন হয়েছে ২ লাখ ৫৬ হাজার বার।

যদিও দিনটি বাণিজ্যিক হয়ে উঠেছে। কিন্তু উদযাপনটি এখনও যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল তার সঙ্গে সংগতিপূর্ণ। তাই আপনার সম্পর্কের অবস্থা যেটাই হোক, দিনটি উদযাপন করতে পারেন নিঃসংকোচে।

এ বিভাগের আরো খবর