বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্যাম্পু করার পর চুলের যত্ন

  •    
  • ১৭ অক্টোবর, ২০২২ ১৩:৩২

রুক্ষ ও শুষ্ক ভাব কমিয়ে চুল মসৃণ এবং কোমল করে তুলতে হেয়ার সিরামের জুড়ি নেই। শ্যাম্পু করার পর চুলের ধরনের সঙ্গে মানানসই সিরাম ব্যবহার করুন।

শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা হলেই চুলের প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় না। শ্যাম্পু করা চুলেরও দরকার বিশেষ যত্ন। তা না হলে চুল ভেঙে যাওয়া, আগা ফেটে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। চলুন জেনে নেই, শ্যাম্পু করার পরে কীভাবে চুলের যত্ন নিতে হবে।

১. চুল মুছুন সতর্কভাবে

গামছা ও তোয়ালের কাপড় তুলনামূলকভাবে শক্ত। চুল মোছার জন্য এগুলো ব্যবহার করলে ঘষা লেগে চুল ভেঙে যেতে পারে। অনেক সময় গোড়া থেকে ঝরে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। তাই চুল শুকানোর জন্য বেছে নিন সুতির নরম কাপড়। এ ক্ষেত্রে সুতির গেঞ্জি কাপড় ব্যবহার করা ভালো। এই কাপড় চুলে জড়িয়ে থাকা পানি কোমলভাবে শুষে নিতে পারে। চুলের ক্ষতিও করে না।

২. শ্যাম্পুর পরে ব্লো ড্রায়ার নয়

হিট দেয়া চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শ্যাম্পু করার পর চুল ব্লো ড্রাই করলে চুলের আর্দ্রভাব উবে গিয়ে চুল শুকনা ও ভঙ্গুর হয়ে যায়। যেহেতু ভেজা চুল বেশি স্পর্শকাতর, তাই ভেঙে যাওয়ার প্রবণতাও অনেক বেশি। কাজেই কোনো বিশেষ কারণ না থাকলে শ্যাম্পুর পর ব্লো ড্রাই না করাই ভালো।

৩. সিরাম ব্যবহার করুন

রুক্ষ ও শুষ্ক ভাব কমিয়ে চুল মসৃণ এবং কোমল করে তুলতে হেয়ার সিরামের জুড়ি নেই। শ্যাম্পু করার পর চুলের ধরনের সঙ্গে মানানসই সিরাম ব্যবহার করুন। সিরামের কারণে চুল থাকবে অনেক বেশি মোলায়েম। দেখতেও চকচকে লাগবে।

৪. চুল বাঁধা নিষেধ

সবাই জানেন, ভেজা চুল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভঙ্গুর হয়। তাই শ্যাম্পু করার পর ভেজা চুল বাঁধলে চুল উঠে যাওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া ভেজা চুল বাঁধলে মাথা চুলকায়। হতে পারে খুসকিও। তাই পুরোপুরিভাবে শুকানোর পর চুল বাঁধুন।

৫. আঙুল দিয়ে চুলের জট ছাড়ান

ভেজা চুলে চিরুনি ব্যবহার করার আগে আঙুল চালিয়ে ধীরে ধীরে চুলের সব জট ছাড়িয়ে নিন। জট ছাড়ানোর সময় চুল খুব বেশি টানাটানি করা যাবে না। ধীরে ধীরে সময় নিয়ে জট ছাড়ান। জট ছাড়ানোর পর চুল মোটামুটি শুকিয়ে গেলে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। মনে রাখবেন, ভেজা চুল আচড়ানো একেবারে নিষেধ।

এ বিভাগের আরো খবর