জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সৃষ্ট লোডশেডিং-এর কবলে পড়েছে পূজা মণ্ডপগুলোও। রাজধানীর বিভিন্ন মণ্ডপের চোখ ধাঁধানো আলোকসজ্জা বন্ধ। তাই বলে নবমীর রাতের উৎসব থেকে দূরে থাকবে মানুষ!
প্রযুক্তি হাল ছেড়ে দেয়ায় আদিম আলোর সহায়তায় পূজা উদযাপন হচ্ছে রাজধানীর বিভিন্ন মণ্ডপে। মোম আর প্রদীপে অপার্থিব এক পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে।
পূজা কমিটি জানায়, লোডশেডিংয়ের কারণে মঙ্গলবার সন্ধ্যায় মণ্ডপগুলোতে আরতি ও সান্ধ্যকালীন পূজা একটু দেরিতে হবে। দীর্ঘ সময় জেনারেটর চালু থাকায়, অনেক মণ্ডপে যন্ত্রের জ্বালানি ফুরিয়ে গেছে। এ কারণে জেনারেটরের ব্যবহার সীমিত করা হয়েছে। আরতির সময় কেবল চালু হবে জেনারেটর।
ঢাকায় সিদ্ধেশ্বরী মন্দিরের কমিটি বলছে, রাত ৮টায় আরতি শুরু হলে জেনারেটর চালানো হবে।
একই অবস্থা ঢাকার অন্যান্য মন্দিরগুলোতেও। বেশির ভাগ মন্দিরে জেনারেটর চালু করা হলেও, এক পর্যায়ে তা বন্ধ করে দেয়া হয়। এর বদলে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে মণ্ডপ আলোকিত করা হয়েছে।
অন্যান্য দিনে এক ঘণ্টা লোডশেডিং হলেও, মঙ্গলবার দুপুরে হঠাৎ করে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। এতে রাজধানীসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লার অনেক অঞ্চলে বিদ্যুৎহীন হয়ে পড়ে। পড়ে সরকারের তরফ থেকে বলা হয়, রাত ৮ টার পর অবস্থা স্বাভাবিক হবে।