রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে পাঁচ দিনের ভারতীয় খাবারের উৎসব। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই উৎসব চলবে।
উৎসবে যোগ দিতে আসা অতিথিরা সুস্বাদু খাবারের স্বাদ নেয়ার পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় লাইভ মিউজিকও উপভোগ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাবার মেন্যুতে পাঞ্জাবি চাওয়া মাসালা, ফিশ টিক্কা অমরিস্ত্রা, নাগপুরি সাজি মাটন, দহি লাসোনি চিকেন, হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, চিকেন বাঞ্জারা কাবাব, গুজরাটি ডাউ মাসালা, আলু মেথি মাসালা, পনির মাখানি, দোসাসহ খাবারের নানা পদ রয়েছে।
অভিজ্ঞ শেফ জহির খান, জহিরুল ইসলাম ও গোভিন্দ কারাটি অতিথিদের জন্য এসব পদ তৈরি করছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
উৎসবের অন্য একটি আকর্ষণ হলো অতিথিদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্র।
উৎসবে যোগ দিতে আগ্রহীরা ফোনকলের মাধ্যমে আগে নিজের স্থান নির্ধারণ করতে পারবেন। উৎসবে যোগ দিতে একজনের খরচ হবে সাড়ে ৫ হাজার টাকা।