কোথাও বেড়াতে গেলে জরুরি জিনিসপত্র সঙ্গে রাখতে হয়। কী সেই জিনিসগুলো? এবিপি আনন্দের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। চলুন দেখে নেই।
কোথাও বেড়াতে গেলে নিজের পরিচয় পত্র সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। বেশিরভাগ জায়গাতেই পরিচয় পত্র ছাড়া হোটেলে রুম পাওয়া যায় না। এমনকি অনেক জায়গাতেই পরিচয়পত্র ছাড়া প্রবেশও করতে দেয়া হয় না। যদি পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে যান, তাহলে পরিবারের সদস্যদের পরিচয়পত্রও সঙ্গে রাখতে ভুলবেন না।
বেড়াতে যাওয়ার আগে ব্যাগ গোছানোর সময় প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিতে ভুলবেন না যেন। কোনও ব্যক্তি যদি নিয়মিত কোনও ওষুধ খেয়ে থাকেন, তাহলে তা অবশ্যই সঙ্গে রাখতে হবে। এছাড়াও, জ্বর, পেট খারাপ, বমি, মাঠা ব্যথা এবং সাধারণ শারীরিক সমস্যার ওষুধও সঙ্গে রাখতে হবে।
ব্যক্তিগত পরিচ্ছ্বন্নতা বজায় রাখার সমস্ত জিনিস সঙ্গে রাখতে হবে। নিজের টুথব্রাশ, শ্যাম্পু, সাবান, ফেস ওয়াস, বডি লোশন, ক্রিম, প্রসাধনী দ্রব্য, স্যানিটারি ন্যাপকিন সঙ্গে নিতে ভুলবেন না।
অন্ধকার পথে চলার জন্য টর্চ লাইট, মোবাইল ফোনের চার্জার, পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখতে হবে। মোবাইল ফোন চার্য দেবার জায়গা পাওয়া না গেলে পাওয়ার ব্যাংক আপনার রফোনটিকে সচল রাখবে।
যদি পাথুরে এলাকায় বেড়াতে যান, তাহলে হাইকিং শ্যু সঙ্গে রাখতে হবে। সাধারণ জুতো পরে সেখানে আপনি হাঁটাচলা করতে পারবেন না। পাশাপাশি, কোন ধরনের জায়গায় বেড়াতে যাচ্ছেন, তার উপর নির্ভর করে পোশাক সঙ্গে রাখতে হবে।