বাইসাইকেলে কয়েকবার বিশ্বভ্রমণকারী ও ভ্রমণ কাহিনির লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে পর্যটন দিবসে সাইকেলযাত্রা করেছেন সাইক্লিস্ট ও সাংস্কৃতিক কর্মীরা।
মঙ্গলবার সকালে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন কয়েকশ সাইক্লিস্ট।
তারা সাইকেল শোভাযাত্রা নিয়ে হবিগঞ্জের বানিয়াচং বিদ্যাভূষণপাড়ায় রামনাথের বাড়ি পর্যন্ত গিয়েছেন। সেখানে রামনাথের বসতভিটা পরিদর্শন শেষে বানিয়াচং শহীদ মিনারে সমাবেশ করেন। তারা ওই বসতভিটায় বিশেষায়িত পাঠাগার ও সাইকেল মিউজিয়ামের দাবি জানান।
ঢাকার মিরপুর থেকে শোভাযাত্রায় অংশ নিয়েছেন মো. আজিজুল ইসলাম। তিনি বলেন, ‘বাইসাইকেল দিয়েও যে বিশ্ব ভ্রমণ করা যায় সেটি দেখিয়েছিলেন রামনাথ বিশ্বাস। তিনি আমাদের অনুপ্রেরণার নাম। অথচ তার বসতভিটা আজ বেদখল। এই বসতভিটা উদ্ধার ও সংরক্ষণের দাবিতে আজকে ঢাকা থেকে আমি এসেছি।’
সাইক্লিস্ট আল্লামা দিদার বলেন, ‘রামনাথ একজন বিখ্যাত ভূপর্যটক। তিনি শুধু বিশ্ব ভ্রমণ করেননি, ৩০টির বেশি বইও লিখেছেন। যখন শুনেছি বিখ্যাত এই ব্যক্তির পৈত্রিক ভিটা উদ্ধারের দাবিতে সাইকেল শোভাযাত্রা হচ্ছে, তখনই আমি ঢাকা থেকে ছুটে আসছি।’
কথা সাহিত্যিক ও নাট্যকার রুমা মোদক বলেন, “শেষবার বিশ্ব ভ্রমণ শেষে রামনাথ বানিয়াচং এসে বলেছিল- যতই ঘুরি না কেন- ‘বাইন্নাচুং আমার দুইন্যা’। কিন্তু আজ তার দুইন্যাই বেদখল। রামনাথের দুইন্যাকে ফিরিয়ে দিতেই আমাদের আজকের শোভাযাত্রা।”
ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহবায়ক ও বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘আমরা চাই রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার করে এখানে একটি বিশেষায়িত পাঠাগার ও সাইকেল মিউজিয়াম তৈরি করা হোক।
‘এছাড়া তার যে বইগুলো আছে সেগুলো আবার মুদ্রণ করে আগামী প্রজন্মকে জানার সুযোগ করে দেয়া হোক।’
১৮৯৪ সালের ১৩ জানুয়ারি হবিগঞ্জের বানিয়াচং গ্রামের বিদ্যাভুষণপাড়ায় জন্মগ্রহণ করেন রামনাথ। ১৯৪৭ সালে দেশভাগের পর স্থায়ীভাবে কলকাতা চলে যান। ১৯৫৫ সালে ১ নভেম্বর সেখানেই তিনি মারা যান। দীর্ঘদিন তার বানিয়াচংয়ের বাড়িটি পরিত্যক্ত ছিল। আশির দশকে ৪ একর ৪৮ শতাংশ বাড়িটি দখলে নেন আব্দুল ওয়াহেদ মিয়া নামে এক প্রভাবশালী। এরপর থেকে বাড়িটি তার দখলেই রয়েছে।
বাড়িটির দখলদার আব্দুল ওয়াহেদ স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বড় ভাই আবু ছালেক আলবদর বাহিনীর সদস্য হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগ তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে।
তবে বাড়ি দখলের বিষয়ে আব্দুল ওয়াহেদ মিয়া বলেন, ‘এই বাড়ি রামনাথ বিশ্বাসের বা তিনি এই বাড়িতে থাকতেন বলে আমাদের জানা নেই। আমরা মোহিনী বিশ্বাস নামে এক ব্যক্তির কাছ থেকে বাড়িটি কিনেছি এবং যাবতীয় কাগজপত্রও আছে।’
বানিয়াচং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশরাত জাহান উর্মি বলেন, ‘উপজেলা প্রশাসনের দাবি, ইতোমধ্যে তারা বাড়িটির কাগজপত্র পর্যালোচনা করছেন। কাগজপত্র পর্যালোচনা শেষেই পরবর্তী কার্যক্রম শুরু হবে। যদি এটি রামনাথের বাড়ি হয়, তাহলে সেটি পুনরুদ্ধার করা হবে।’