বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভেজা চুলে কী করা যাবে না

  •    
  • ৩ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৮

ভেজা চুলে হেয়ার স্প্রে ব্যবহার করা যাবে না। এর ফলে চুল কুঁকড়ে যেতে পারে। চুল ফেটে হতে পারে স্থায়ী ক্ষতি।

শুকনা চুলের চেয়ে ভেজা চুল অনেক বেশি স্পর্শকাতর। ভেজা চুলের প্রতি বাড়তি সাবধানতা অবলম্বন করতে হয়। নইলে নানা রকম সমস্যা হতে পারে। ভাসাসুন ওয়েবসাইটের এক প্রতিবেদনে উঠে এসেছে ভেজা চুলের যত্নের বিষয়টি। চলুন দেখে নেই।

-

আঁচড়ানো যাবে না

ভেজা চুলর গোড়া থাকে নরক। অনেক ক্ষেত্রেই চুলগুলো একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকে। এ রকম অবস্থায় আঁচড়ালে চিরুনির সঙ্গে বেঁধে চুল উঠে যেতে পারে। তবে যদি একান্তই ভেজা চুল আঁচড়ানোর প্রয়োজন হয়, তাহলে গোসলের পর হেয়ার সিরাম ব্যবহার করুন। সিরামের পরিবর্তে হালকা তেলও ব্যবহার করতে পারেন। এরপর মোটা ও বড় দাঁতওয়ালা চিরুনি দিয়ে ধীর ধীরে নরম হাতে চুল আঁচড়ে নিতে পারবেন।

-

হেয়ার স্প্রে দেয়া যাবে না

ভেজা চুলে হেয়ার স্প্রে ব্যবহার করা যাবে না। এর ফলে চুল কুঁকড়ে যেতে পারে। চুল ফেটে হতে পারে স্থায়ী ক্ষতি। তাই হেয়ার স্প্রে ব্যবহার করার জন্য অবশ্যই চুল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

-

ভেজা চুল বাঁধা যাবে না

গোসল শেষে অনেকেই চুল শক্ত করে বেঁধে ফেলেন। বিশেষজ্ঞদের মতে, এর ফলে শুধু চুলেরই ক্ষতি হয় না, তার সঙ্গে ঠান্ডা লাগার সমস্যা দেখা দেয়। খুসকির সমস্যাও দেখা দিতে পারে। তাঁদের মতে, গোসল করার পর চুল আগে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরই বাঁধা যাবে।

-

হেয়ার স্ট্রেটনার ব্যবহার নয়

ভেজা চুলে হেয়ার স্ট্রেটনার ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। কারণ এ সময় হেয়ার স্ট্রেটনার ব্যবহার করলে চুল রুক্ষ হয়ে যায়। চুলের আগা ফেটে যাওয়ার সমস্যাও শুরু হয়। তাই হেয়ার স্ট্রেটনার ব্যবহারের আগে চুল শুকিয়ে নিন।

-

ঘুমানো যাবে না

ভেজা চুলে শুয়ে থাকা বা ঘুমিয়ে পড়ার অভ্যাস রয়েছে অনেকের। যত ক্লান্তিই থাকুক না কেন, চুল পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরই শোয়া উচিত। তাই এমন সময় গোসল করুন, যেন চুল শুকিয়ে নেয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় পান।

এ বিভাগের আরো খবর