বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুতি শাড়ির যত্ন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ জুলাই, ২০২২ ১২:১০

সুতির শাড়ি আয়রন করার প্রয়োজন হয়। শাড়ির ওপর একটা কাপড় প্যাঁচিয়ে তারপর সঠিক তাপমাত্রায় আয়রন করে নিন।

বাঙালি নারীর অন্যতম প্রিয় পোশাক শাড়ি। বর্তমান আবহাওয়ায় সুতির শাড়িই সবচেয়ে আরামদায়ক। এই সুতির শাড়ির কিন্তু যত্নের প্রয়োজন সবচেয়ে বেশি। শাড়ি কীভাবে কাচবেন, কীভাবে শুকিয়ে নেবেন, তারপর কীভাবে আলমারিতে রাখবেন- সবকিছুর জন্যই রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম। এবিপি আনন্দের এক প্রতিবেদনে উঠে এসেছে পুরো বিষয়টি। চলুন দেখে নেই।

-

সুতি শাড়ি, বিশেষ করে লিনেন জাতীয় শাড়ি হলে ধোয়ার সময় বিশেষ নজর দিতে হবে।

গুঁড়া সাবান বা বার সাবান দিয়ে না কেচে বরং লিকুইড সাবান দিয়ে কাচলে শাড়ি ভালো থাকবে।

সব সময় ছায়াঘেরা জায়গায় শাড়ি শুকাতে দিন। নাহলে রোদের তাপে রং নষ্ট হয়ে যেতে পারে।

সুতির শাড়ি কোনোমতে ভাঁজ করে আলমারিতে গুঁজে দেবেন না। বরং ভালো করে ভাঁজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। একটা হ্যাঙ্গারে একটাই শাড়ি রাখবেন।

প্লাস্টিকের হ্যাঙ্গার ব্যবহার করুন। ধাতব কিছু ব্যবহার করলে শাড়িতে দাগ পড়ে যেতে পারে।

সুতির শাড়ি আয়রন করার প্রয়োজন হয়। শাড়ির ওপর একটা কাপড় পেঁচিয়ে তারপর সঠিক তাপমাত্রায় আয়রন করে নিন।

আলমারিতে শাড়ি ভাঁজ করে রাখার পরিবর্তে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে শাড়ি ভালো থাকবে।

কর্পূর বা ন্যাপথালিন দিয়ে শাড়ি রাখলে অবশ্যই ওই সব উপকরণ কাপড়ে প্যাঁচিয়ে তারপর রাখুন। নাহলে শাড়িতে দাগ পড়ে যেতে পারে।

শাড়িতে সরাসরি কখনই বডি-স্প্রে বা পারফিউম লাগাবেন না। এর ফলেও শাড়িতে দাগ পড়ে।

এ বিভাগের আরো খবর