বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউ ইয়র্কের বইমেলায় আহমেদ তসলিমের কাব্যগ্রন্থ ‘মহাসময়’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ জুলাই, ২০২২ ১৬:৩১

তসলিমের জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। নটর ডেম কলেজে পড়া শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর পড়েছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির হামবোল্ট স্টেটে এবং নিউ ইয়র্কের রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে।

৩১তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা উপলক্ষে স্বদেশ শৈলী থেকে প্রকাশ হয়েছে কবি আহমেদ তসলিমের কাব্যগ্রন্থ ‘মহাসময়।’ এই বইয়ে উঠে এসেছে জীবনদর্শন, দার্শনিক সত্য, ভক্তি, দেশ, রূপক ও কাব্যিক অভিব্যক্তি।

আগামী ৩০ জুলাই নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে মেলা প্রাঙ্গণে বইটি পাঠকদের জন্য উন্মুক্ত করা হবে।

কবি তসলিমের দীর্ঘ এক যুগের সৃষ্টিশীলতার অন্যতম অনুপ্রেরণা তার শিক্ষক এবং দার্শনিক গুরু আমেরিকার বিখ্যাত আলোকচিত্ৰকর এমিরেটাস অধ্যাপক ডন গ্রেগোরিও আন্তোন।

এ ছাড়া পারিবারিক পরিবেশ, বাংলার রূপ ও বাংলার সাহিত্য সম্ভার তাকে কাব্যচর্চায় উৎসাহিত করেছে। তিনি ব্যাপকভাবে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের চর্চা করেছেন।

তসলিমের জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। নটর ডেম কলেজে পড়া শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর পড়েছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির হামবোল্ট স্টেটে এবং নিউ ইয়র্কের রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে।

তিনি একজন গাণিতিক পরিসংখ্যানবিদ ও ডেটা সায়েন্টিস্ট। বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশ এবং ওয়াশিংটন ডিসিতে কাজ করেছেন। এখন আছেন নিউ ইয়র্কে বেসরকারি খাতে।

পাঠকরা তার মহাসময় বইটি রকমারি ও অ্যামাজন থেকে কিনতে পারবেন।

এ বিভাগের আরো খবর