বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোঁফপ্রেমী শাইজা

  •    
  • ২৩ জুলাই, ২০২২ ১১:৫৯

ফেসবুকে ছবি দেখে কিংবা সরাসরি সাক্ষাৎ হলে অনেকেই শাইজাকে জিজ্ঞাসা করেন, কেন গোঁফ রাখছেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘সর্বোপরি যা বলি, তা হলো আমি এটা পছন্দ করি। অনেক বেশি।’

দক্ষিণ ভারতের নায়কদের গোঁফপ্রীতির কথা অজানা নয় অনেকের, তবে নারীদের মধ্যে গোঁফপ্রেমের বিষয়টি বিরল। তেমনই একজন কেরালার কন্নুর জেলার শাইজা। ৩৫ বছর বয়সী এ নারী যত্নে বড় করছেন গোঁফ। এমনটি করে একই সঙ্গে হয়েছেন নন্দিত ও নিন্দিত।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, শাইজা নিয়মিত তার ভ্রু প্লাক করেন, কিন্তু গোঁফ ছাঁটার প্রয়োজনীয়তা বোধ করেন না তিনি। হোয়াটসঅ্যাপে ছবির নিচে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি আমার গোঁফকে ভালোবাসি।’

ফেসবুকে ছবি দেখে কিংবা সরাসরি সাক্ষাৎ হলে অনেকেই শাইজাকে জিজ্ঞাসা করেন, কেন গোঁফ রাখছেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘সর্বোপরি যা বলি, তা হলো আমি এটা পছন্দ করি। অনেক বেশি।’

শাইজা জানান, প্রায় পাঁচ বছর আগে তার মুখে গোঁফ দৃশ্যমান হয়। এতে আনন্দিত হয়ে ঠোঁটের ওপর কেশগুচ্ছ রেখে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

কেরালার এ নারী বলেন, ‘এ পর্যায়ে এসে এটা (গোঁফ) ছাড়া থাকার কথা ভাবতেই পারি না। করোনাভাইরাস মহামারি শুরু হলে সব সময় মাস্ক পরে থাকাটা ভালো লাগত না। কারণ এতে আমার মুখ ঢাকা থাকত।’

অনেকেই গোঁফ ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছেন শাইজাকে, তবে তিনি সে উপদেশ অগ্রাহ্য করেছেন।

‘এটার (গোঁফ) কারণে আমাকে সুন্দর দেখাচ্ছে না কিংবা আমার এটা থাকা উচিত নয়, এমনটি কখনও মনে হয়নি’, বলেন শাইজা।

এ বিভাগের আরো খবর