বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাসে একবার পিজা খাওয়ার শর্তে বিয়ে!

  •    
  • ১৭ জুলাই, ২০২২ ২১:০২

গুয়াহাটিতে জাঁকজমক আয়োজনে ২১ জুন দীর্ঘদিনের প্রেমিক মিন্টু রায়কে বিয়ে করেন শান্তি প্রসাদ। আর চুক্তির এই তালিকা তৈরি করেছে তাদের বন্ধুরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে মজার মজার ভিডিও হরহামেশাই দেখা যায়। এমনই একটি ভাইরাল ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিওতে দেখা যায়, বর-কনে বিয়ের আগে একটি চুক্তিতে সই করছেন। যদিও বিয়েতে চুক্তির বিষয়টি সাধারণ বিষয়, তবে আসামের ওই যুগল যেসব চুক্তিতে গাঁটছড়া বেঁধেছেন, তা একেবারেই নতুন।

চুক্তি অনুযায়ী নববধূকে প্রতিদিন শাড়ি পরতে হবে, গভীর রাতের পার্টিতে কেবল বরের সঙ্গে যেতে পারবেন, ছুটির দিনে সকালের নাশতা বানাতে হবে, ব্যায়ামাগারে যেতে হবে প্রতিদিন… এমন বেশ কিছু মজার শর্ত।

কনেও কম যাননি। বরের ওপর হরেক রকম শর্ত আরোপ করেছেন তিনিও। এসবের মধ্যে আছে, মাসে একটি পিজা খাওয়াতে হবে, প্রতি ১৫ দিন পরপর কেনাকাটায় নিয়ে যেতে হবে এবং পার্টিতে ভালো ভালো ছবি তুলে দিতে হবে।

গুয়াহাটিতে জাঁকজমক আয়োজনে ২১ জুন দীর্ঘদিনের প্রেমিক মিন্টু রায়কে বিয়ে করেন শান্তি প্রসাদ। আর চুক্তির এই তালিকা তৈরি করেছে তাদের বন্ধুরা।

বন্ধুমহলে শান্তি ‘পিজা ফ্রিক’ নামে পরিচিত বলে জানান বর মিন্টু। তিনি বলেন, ‘ডেটের প্রথম দিনে আমরা একটি ক্লাস বাঙ্ক মেরে কাছের একটি পিজা আউটলেটে গিয়েছিলাম। আমি জানতাম ওকে ওখানেই নিতে হবে, কারণ ও সব সময় পিজা পিজা করত।’

হাসতে হাসতে শান্তি যোগ করেন, ‘আমি পিজা খুব পছন্দ করি। ডেটে সব সময় বলতাম, চলো গিয়ে পিজা খাই।’

সম্পর্কের কিছুদিন পর শান্তির পিজার প্রতি আশক্তি দেখে কিছুটা বিরক্ত হতে থাকেন মিন্টু। যদিও নিজে পিজা পছন্দ করেন তিনি।

শান্তি বলেন, ‘ও জিজ্ঞেস করত আর কত পিজা খাবে? চল অন্য কিছু নিয়ে আসি। আমাদের বন্ধুরাও বিষয়টি নিয়ে ক্ষেপাতে থাকে আমাকে।’

মিন্টু-শান্তির বন্ধু রাঘব ঠাকুর বলেন, ‘শান্তির দ্বিতীয় ভালোবাসা পিজা। আমার মনে হয় সে তার অবসর সময়ে, এমনকি ঘুমের মধ্যেও পিজার কথা চিন্তা করে।

‘আমরা ২০১৭ সাল থেকে একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। খুব ঘনিষ্ঠ হয়েছি। আমরা তাদের রোম্যান্স দেখেছি। তাদের বিয়েকে স্মরণীয় রাখতে শর্তের তালিকা করি। যেহেতু শান্তি একজন পিজা ফ্রিক, তাই আমরা এটিকে শীর্ষে রেখেছি।’

বিয়ের এক দিন পর ২২ জুন ভিডিওটি আপলোড হয়েছিল। বর-কনের চুক্তিতে সই করার ১৬ সেকেন্ডের ভিডিওটি দেখা হয়েছে ৪ কোটি ৫০ লাখ বার।

শান্তি বলেন, ‘বিয়ের উদযাপনে ব্যস্ত ছিলাম। তিন-চার দিন পর জানতে পারি ভিডিওটি ভাইরাল হয়েছে।’

‘মানুষ যখন আমাকে ভিডিওটি সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আমি আনন্দিত বোধ করি’- যোগ করেন মিন্টু।’

রাঘব বলেন, ‘চুক্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তারা এটি দেয়ালে ঝুলাতে পারে। তবে শান্তি তার শর্তগুলো মেনে চলবে, এমন আশা খুব কম।

‘সে এটাকে রসিকতা হিসেবে নেয়। গত কয়েক বছরে ৩-৪ কেজি শান্তি বাড়িয়েছে ওজন। তবে আমি মনে হয় না সে পিজা খাওয়া কমানোর বিষয়ে সত্যিই সিরিয়াস।’

এ বিষয়ে শান্তি বলেন, ‘বিয়ের পর ইতোমধ্যে দুবার পিজা খেয়েছি। তাও মাত্র দুই সপ্তাহে।’

এ বিভাগের আরো খবর