বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব‌রিশা‌লে ৬ উপজেলায় ঈদ

  •    
  • ৯ জুলাই, ২০২২ ১১:২৫

ব‌রিশাল নগরীর ২৬ নম্বর ওয়া‌র্ডের পূর্ব হ‌রিনাফু‌লিয়া চৌধুরীবা‌ড়ী শাহ মমতা‌জিয়া জা‌মে মস‌জি‌দের সভাপ‌তি ম‌মিনউ‌দ্দিন কালু ব‌লেন, ‘প্রতি বছরই সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে আমরা ঈদ উদযাপন ক‌রে থা‌কি। ব‌রিশাল বিভা‌গে লক্ষা‌ধিক মানুষ আগাম ঈদ উদযাপন কর‌ছে।’

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালের ছয়টি উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

চট্টগ্রামের চন্দনাইশ শাহ সুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা এক দিন আগে শনিবার ঈদ উদযাপন করছে।

ছয় উপজেলার ২০ হাজারের বেশি মানুষ সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঈদের জামাতে অংশ নেয়।

সিটি করপোরেশন এলাকায় তিনটি, বন্দর থানা সাহেবের হাটে দুটি, বাবুগঞ্জ উপজেলায় চারটি, হিজলায় দুটি, মেহেন্দিগঞ্জে দুটি ও বাকেরগঞ্জে একটি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা পশু কোরবানি করেছে।

ব‌রিশাল নগরীর ২৬ নম্বর ওয়া‌র্ডের পূর্ব হ‌রিনাফু‌লিয়া চৌধুরীবা‌ড়ী শাহ মমতা‌জিয়া জা‌মে মস‌জি‌দের সভাপ‌তি ম‌মিনউ‌দ্দিন কালু ব‌লেন, ‘প্রতি বছরই সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে আমরা ঈদ উদযাপন ক‌রে থা‌কি। ব‌রিশাল বিভা‌গে লক্ষা‌ধিক মানুষ আগাম ঈদ উদযাপন কর‌ছে।’

এ বিভাগের আরো খবর