এবার হজযাত্রায় কড়াকড়ি করেছে আশকোনা হজ ক্যাম্প কর্তৃপক্ষ। করোনাভাইরাস-পরবর্তী সময়ের পদক্ষেপ হিসেবে হজযাত্রীদের সঙ্গে তাদের পরিবার, স্বজনদের কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ।
হজযাত্রীরা বলছেন, কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। বড় কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না তারা।হজযাত্রী বাবাকে দেখতে ময়মনসিংহ সদর উপজেলা থেকে রোববার ক্যাম্পে এসেছেন খায়রুল ইসলাম। তিনি জানালেন আত্মীয়স্বজনকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।
এ বিষয়ে আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এবার আমরা কম মানুষকে প্রবেশাধিকার দিচ্ছি। করোনা-পরবর্তী পরিস্থিতিসহ নানা কারণেই এটা করা হচ্ছে।’হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের প্রশিক্ষণ জেলা পর্যায়ে হয়েছে। কোনো হজযাত্রী প্রশিক্ষণ নিতে বাকি নেই। তা ছাড়া ক্যাম্পের মসজিদের ইমাম নিয়মিতভাবে কথা বলছেন।’
৩১ মে হজ ফ্লাইট চালুর কথা থাকলেও সৌদি কর্তৃপক্ষের প্রস্তুতি শেষ না হওয়ায় গত ৫ জুন চলতি বছরের প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়েন ৪১০ জন হজযাত্রী। সে দিন সকাল ৯টার দিকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস ডেডিকেটেড হজফ্লাইট বিজি-৩০০১-এ সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা হজে যান।
রোববার পাঁচটি ফ্লাইটে ১ হাজার ৯৮২ জন বাংলাদেশি যাত্রী সৌদি আরবে হজযাত্রার উদ্দেশে তিনটি এয়ারলাইনসে করে ঢাকা ছেড়ে যাবেন। শনিবার রাত ১২টা পর্যন্ত ৫১ হাজার ৫৭২ জন বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হতে পারে ৮ জুলাই। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রীর অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অর্ধেক করবে সৌদি রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ও ফ্লাই নাস।
বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি হজ পালনে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার মুসল্লি। বাকি ৫৩ হাজার ৫৮৫ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বোচ্চ প্যাকেজটি হলো ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। সর্বনিম্নটি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকার। বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে জনপ্রতি ন্যূনতম খরচ ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিস অফ বাংলাদেশ (হাব)।
রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বছর ৭৫টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে ৩১ হাজার যাত্রী বহন করবে। যাত্রী পরিবহনে বিগত বছরগুলোর মতো এবারও বহরে থাকা বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
জিয়াউল ইসলামের হজফ্লাইট রোববার সন্ধ্যা ৭টায়। ময়মনসিংহ সদর থেকে এসেছেন তিনি। হজক্যাম্পে কোনো সমস্যা হয়নি বলে জানালেন তিনি।
হজ ক্যাম্পের ডরমিটরিতে শনিবার সন্ধ্যা থেকে থাকছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে আসা গোলাম হোসেন। তিনি নিউজবাংলাকে বলেন, ‘যারা হজ করতে চলে যাচ্ছেন, তাদের বিছানাগুলো ঠিক করা হচ্ছে না। নতুন হজযাত্রীদের এসে তা ঠিক করতে হচ্ছে। এই দিকটি আমার একটু খারাপ লাগছে। এর বাইরে তেমন কোনো সমস্যা দেখছি না।’
হজ এজেন্সি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এনেছে কি না জানতে চাইলে আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নেব।’তিনি বলেন, ‘এবার আমরা বেশ কড়াকড়ি করেছি। হজযাত্রীদের সঙ্গে কাউকেই অ্যালাউ করছি না। আমাদের লোক হজযাত্রীদের তথ্য থেকে শুরু করে সব কিছু সরবরাহ করছে।’হজযাত্রীদের কাছ থেকে বড় কোনো অভিযোগ আসেনি বলেও জানান তিনি। বলেন, ‘এটা বড় ইভেন্ট। তবে এখনও কোনো হজযাত্রী ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি।