রসুনের গুণের শেষ নেই। খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি রসুন আমাদের দেহের অনেক উপকার করে। এক্সপার্ট হোম টিপস ওয়েবসাইটের এক প্রতিবেদনে উঠে এসেছে রসুনের নানা উপকারের কথা। চলুন দেখে নেই।
-
ঠান্ডার ওষুধ
ঠান্ডার চিকিৎসায় রসুন দারুণ কাজ করে। কয়েক কোয়া রসুন অল্প পানিতে সিদ্ধ করে নিন। এবার পানিটা চায়ের মতো করে পান করুন। নিয়মিত পান করলে ঠান্ডায় উপকার পাবেন।
-
ব্রনের চিকিৎসা
রসুনের একটা কোয়া মাঝামাঝিভাবে কেটে নিন। এবার এটাকে ত্বকের ওপরে ঘসুন। যেসব ব্যাকটেরিয়া ত্বকের ছিদ্র বন্ধ করে ব্রনের সৃষ্টি করে তারা এতে দূর হবে। ফলে আপনার ত্বকে ব্রন হওয়া কমে আসবে।
-
আঙুলের সমস্যা
পায়ের আঙুলের ফাঁকে সৃষ্ট ক্ষত সারাতে পারে রসুন। কয়েক কোয়া রসুন পেস্ট করে নিন। এবার সেটা অলিভ অয়েলের মধ্যে দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটা ক্ষতস্থানে দিন। একটানা ব্যবহার করলে ক্ষত সেরে যাবে।
-
শরীরে কিছু বিঁধলে
কাচের টুকরা, বাঁশের আল কিংবা কাঠের টুকরা হাতে-পায়ে ঢুকলে বের করা বেশ কঠিন। রসুন এ ক্ষেত্রে সাহায্য করতে পারে। রসুনের কোয়া কেটে আক্রান্ত স্থানে রেখে ব্যান্ডেজ করে ফেলুন। এতে ঢুকে থাকা ক্ষতিকর পদার্থ বের হবে, ক্ষতস্থানও জীবাণুমুক্ত থাকবে।
-
নখের রং
নখের রং হলুদ হয়ে গেলে চিন্তার কিছু নেই। রসুনের তেল কটনবাডের সাহায্যে নখে লাগিয়ে দিন। একটানা ব্যবহারে নখের রং আগের মতো হয়ে যাবে।