দেশে সম্প্রতি কাজী নজরুল ইসলামের একটি গান ও গানটি লেখার পেছনের গল্প নিয়ে বেশ ভালোই তর্ক-বিতর্ক হয়ে গেল।
নজরুলের লেখা ‘বাগিচায় বুলবুলি’ গানটি কোক স্টুডিও বাংলা প্ল্যাটফর্মে প্রকাশের পর সমালোচকরা বলছেন, গানটি নজরুল লিখেছিলেন পুত্র হারানোর শোকে।
পরে অবশ্য নজরুল পরিবারের সদস্য খিলখিল কাজী এবং অনির্বাণ কাজী নিশ্চিত করেন যে, ‘বাগিচায় বুলবুলি’ গানটি পুত্র হারানোর শোকে নয়। বিতর্ক মিটে গেল, কিন্তু রয়ে গেল এক পিতার পরিচয়। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যাকে ‘বিদ্রোহী কবি’, ‘সাম্যের কবি’, ‘প্রেমের কবি’ বলে আখ্যায়িত করা হয়।
তার বিভিন্ন লেখায় প্রকাশ পায় বিদ্রোহী ভাব। কবির কলমে বের হয়ে আসে, ‘মহা-বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত/যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ ভূমে রণিবে না/বিদ্রোহী রণক্লান্ত/আমি সেই দিন হব শান্ত।’
পুত্র হারানো শোকগ্রস্ত বাবার আবেগও বেরিয়ে আসে কবির কাব্য, লেখা, সুর ও গানে। কবি লেখেন, ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি/করুণ চোখে চেয়ে আছে সাঝের ঝরা ফুলগুলি/ফুল ফুটিয়ে ভোরবেলাকে গান গেয়ে/নীরব হ’লো কোন বিষাদের বান খেয়ে/বনের কোলে বিলাপ করে সন্ধ্যারাণী চুল খুলি।’
কবির আরেক ছেলে কাজী সব্যসাচীর স্মৃতিচারণামূলক লেখা থেকে জানা যায়, একদিন নজরুলের বাড়ি তল্লাশি করতে আসে কলকাতা পুলিশ। নিষিদ্ধ কোনো বই তার কাছে আছে কি না, সেটা খুঁজতেই তল্লাশি। ‘বিষের বাঁশি’, ‘ভাঙার গান’, ‘প্রলয়শিখা’ বাজেয়াপ্ত ছিল তখন। শুরু হলো তল্লাশি। নজরুল এতে কোনো বাধা দিলেন না।
খোঁজাখুঁজি করে কিছুই পেল না পুলিশ। বাড়ির জিনিসপত্রের অনেক কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে নজর নেই কবির।
হঠাৎ একটা বাক্সের দিকে নজর গেল পুলিশের। ওই দিকে এগোতেই কবি পাগলের মতো হয়ে গেলেন। তল্লাশি চালাতে আসা পুলিশের দলটির প্রধানকে অনুরোধ করে বললেন, ‘আর যাই করুন, এ বাক্সে হাত দেবেন না।’
পুলিশ সদস্যও জেদ করে বাক্স খুলে দেখলেন। পাওয়া গেল খেলনা ও ছোট ছেলের জামা, সুন্দরভাবে সাজানো। সেগুলো ছিল নজরুলের প্রয়াত ছেলে বুলবুলের স্মৃতি। লজ্জিত পুলিশ দলের প্রধান দেখলেন, চোখে পানি টলমল করছে নজরুলের।
যে বুকে এত দ্রোহ থাকে, সেই বুকে যে সন্তানের জন্য অনেক ভালোবাসাও থাকে, এ যেন তারই উদাহরণ।
প্রেমিক নজরুল প্রচণ্ড স্পর্ধা রাখেন। যেমন: তার ‘মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল/কর্ণে দোলাব তৃতীয়া তিথির, চৈতী চাঁদের দুল’ গানে প্রিয়ার খোঁপায় তারার ফুল পরানোর বাসনার কথা শুনে প্রেমিক মনের স্পর্ধার কথা বোঝা যায়।
সাম্য প্রতিষ্ঠা ও প্রচারেও তার লেখাই যেন আশ্রয়। নজরুল লিখেন, ‘এল নন্দের নন্দন নব-ঘনশ্যাম/এল যশোদা-নয়নমণি নয়নাভিরাম/এল যশোদা-নয়নমণি নয়নাভিরাম/প্রেম রাধা-রমণ নব বঙ্কিম ঠাম/চির-রাখাল গোকুলে এল গোলক ত্যজি/কৃষ্ণজী, কৃষ্ণজী, কৃষ্ণজী, কৃষ্ণজী/কৃষ্ণজী, কৃষ্ণজী, কৃষ্ণজী, কৃষ্ণজী।’
তুমুল প্রতিভাধর এ মানুষটির জন্মদিন আজ। ১৮৯৯ সালের ২৫ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম হয় তার।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৫ মে কবি জন্মদিনে ভারত সরকারের অনুমতিক্রমে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয় কাজী নজরুল ইসলামকে। ঢাকায় এনে তাকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কবির ‘চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’কে সামরিক সংগীত হিসেবে নির্বাচিত করে তাকে সম্মানিত করা হয়।
১৯৭৬ সালে নজরুলকে দেয়া হয় বাংলাদেশের নাগরিকত্ব। ওই বছরের ২৯ আগস্ট তৎকালীন পিজি (বর্তমানে বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জাতীয় কবির।
মৃত্যুর পর কবির ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। সেখানেই চিরনিদ্রায় শায়িত জাতীয় কবি।