১৯৭২ সালের ২৪ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মতোই বাংলাদেশে নজরুলকে রাষ্ট্রীয়ভাবে বরণ করার সুবর্ণজয়ন্তীও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একইসঙ্গে ২০২১ সালে ডিসেম্বরে পূর্ণ হয়েছে নজরুলের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’র শতবর্ষ।
নজরুলকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বরণের সুবর্ণজয়ন্তীর এই দিনে একাডেমি প্রকাশ করেছে ‘বিদ্রোহী: শতবর্ষে শতদৃষ্টি’ শীর্ষক সাত শতাধিক পৃষ্ঠার স্মারকগ্রন্থ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘বিদ্রোহী: শতবর্ষে শতদৃষ্টি’ গ্রন্থটি সম্পাদনা করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে বাংলা একাডেমির প্রয়াত সভাপতি, নজরুল-সাধক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের স্মৃতিতে।
এই গ্রন্থে কবি নজরুলের ‘বিদ্রোহী’ রচনার পটভূমি-ইতিহাস, সমকালীন সমাজ-রাজনীতি-সংস্কৃতি-বিশ্বপরিস্থিতি, বাংলা কবিতা-সাহিত্যে ও সমাজে ‘বিদ্রোহী’র সমকালীন এবং উত্তরপ্রভাব, বিশ্বসাহিত্যের কালজয়ী অন্যান্য কবিতার সঙ্গে ‘বিদ্রোহী’র তুলনামূলক আলোচনাসহ এ সংক্রান্ত নানা বিষয়ে ১০০ নবীন-প্রবীণ লেখকের একটি নতুন লেখা অন্তর্ভুক্ত হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
গ্রন্থটির প্রচ্ছদ করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর। যার দাম ৭৫০ টাকা।