বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্রিজের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

  •    
  • ২৪ মে, ২০২২ ১২:৫১

নিয়মিত চেক করুন যেন কোন পচা খাবার কিংবা সবজি ফ্রিজে না থাকে। সে রকম কিছু পেলে সেগুলো আলাদা করে ফেলুন। ফ্রিজ থাকবে দুর্গন্ধমুক্ত।

ফ্রিজের দরজা খুললে নাকে এসে ধাক্কা দেয় দুর্গন্ধ। একসঙ্গে অনেক খাবার রাখলে কিংবা দীর্ঘদিন খাবার ফ্রিজ রেখে দিলে এ রকম হতে পারে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, কী করলে এরকম দুর্গন্ধ সৃষ্টি হবে না। চলুন দেখে নেই।

-

এয়ারটাইট কনটেইনার ব্যবহার করুন

অনেক সময় খাবার থেকেই গন্ধ ছড়িয়ে ফ্রিজকে দুর্গন্ধযুক্ত করে ফেলে। এই জটিলতা এড়াতে সব ধরনের খাবার ফ্রিজে রাখার আগে এয়ারটাইট বক্সে রাখুন। এ ধরনের বক্সের ভেতর থেকে গন্ধ বাইরে আসতে পারে না বিধায় ফ্রিজ দুর্গন্ধমুক্ত থাকে।

-

সঠিক তাপমাত্রা বজায় রাখুন

বেশির ভাগ সময় ফ্রিজের তাপমাত্রা সঠিকমাত্রায় না থাকার কারণে খাবারে জীবাণু বৃদ্ধি পায়। সেখান থেকে সৃষ্টি হয় দুর্গন্ধ। সাধারণত ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে এই সমস্যা এড়ানো যায়।

-

ফ্রিজে বেকিং সোডা রাখুন

কুসুম গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করলে ফ্রিজ দুর্গন্ধমুক্ত থাকে। তবে এত পরিশ্রম করতে না চাইলে এক বাটি বেকিং সোডা ফ্রিজে রেখে দিন। সব দুর্গন্ধ এটি শুষে নিবে।

-

নিয়মিত চেক করুন

নিয়মিত চেক করুন যেন কোনো পচা খাবার কিংবা সবজি ফ্রিজে না থাকে। সে রকম কিছু পেলে সেগুলো আলাদা করে ফেলুন। ফ্রিজ থাকবে দুর্গন্ধমুক্ত।

-

ভ্যানিলা এসেন্স ব্যবহার করুন

তুলার বলে কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে ফ্রিজে রেখে দিন। বেকিং সোডার মতো এটিও দুর্গন্ধ শুষে নিয়ে ফ্রিজকে সতেজ রাখবে।

এ বিভাগের আরো খবর