বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘর ঠান্ডা রাখবেন কীভাবে

  •    
  • ২২ মে, ২০২২ ১১:৫৩

বাসায় টেবিল ফ্যান থাকলে তা চালিয়ে রাখুন। ফ্যানের সামনে এক বাটি বরফ রাখতে পারলে ভালো। তাতে ঠান্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে পড়বে।

চলছে গরমকাল। দিনে-রাতে সমানভাবে গরম পড়ছে। ঘরের মধ্যে গরমটা আরও বেশি অনুভূত হয়। তবে চাইলে আমরা সহজেই ঘরের ভেতরের তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমিয়ে ফেলতে পারি। চলুন দেখে নেই কীভাবে।

-

দিনের বেলা সূর্যের আলো এসে ঘর গরম করে ফেলে। তাই সূর্যের আলো ঠেকাতে জানালা এবং দরজার পর্দা টেনে রাখুন। তবে পুরোটা না টেনে বাতাস চলাচলের জন্য কিছুটা ফাঁকা রাখতে হবে। নইলে ঘর গুমোট হয়ে থাকবে।

-

বাসায় টেবিল ফ্যান থাকলে তা চালিয়ে রাখুন। ফ্যানের সামনে এক বাটি বরফ রাখতে পারলে ভালো। তাতে ঠান্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে পড়বে।

-

বাসার পাশে বৃক্ষ রোপণ করুন। বৃক্ষের ছায়া ঘরের চালে কিংবা ছাদে পড়লে ঘর ঠান্ডা থাকবে। তবে আপাতত বৃক্ষ না থাকলে ঘর ঠান্ডা করার জন্য টিনের চালে পানি ছিটিয়ে দিতে পারেন। চাইলে বাঁশের চাটাই চালের ওপরে রাখতে পারেন। তাতে ঘরের চালে সরাসরি রোদ পড়বে না। ঘর ঠান্ডা থাকবে।

-

রান্নাঘরের এগজস্ট ফ্যান লাগিয়ে নিন। রান্নার সময় সেটা চালিয়ে রাখুন। ফলে রান্নার গ্যান ও গরম বাতাস ঘরে ছড়িয়ে পড়ার বদলে বাইরে বেরিয়ে যাবে। ঘর থাকবে ঠান্ডা।

এ বিভাগের আরো খবর