নৌপথে ফিরতি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ফেরি রুট ব্যবহারের পরামর্শ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নৌ-প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় রাজধানী ছেড়ে যাওয়ার মতো ফেরার পথেও একই ধরনের ব্যবস্থাপনা করেছি। আমাদের নজরদারিও আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দায়িত্বরত অন্যরা তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করছে। আমরা মনে করি ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরাটাও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা বার বার অনুরোধ করেছিলাম পাটুরিয়া ঘাট ব্যবহার করার জন্য। কারণ পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তার জন্য সীমিত সংখ্যায় ফেরি চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। তারপরও অতিরিক্ত ব্যক্তিগত গাড়ি গেছে এই রুটে। আমি আবারো অনুরোধ জানাব, শিমুলিয়া ঘাটে সীমিত ফেরির ব্যবস্থা থাকায় ফেরার পথে দৌলতদিয়া ফেরি ঘাট ব্যবহার করলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে আসতে পারবেন।’
ঘূর্ণিঝড় আশানি নিয়ে পূর্বপ্রস্তুতির কথাও জানান নৌ-প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি আছে, নির্দেশনাও দেয়া আছে। ১, ২ ও ৩ নম্বর সিগনালে কী ধরনের পদক্ষেপ নিতে হবে এগুলো আমাদের বলা আছে। লঞ্চসহ সব নৌযান এ বিষয়ে জানে। আমরাও প্রচার করছি।