বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বছর পর কারাগারে ঈদ জামাত, বন্দিদের নতুন পোশাক

  •    
  • ৩ মে, ২০২২ ১৯:৩৪

ঈদ উপলক্ষে স্বজনরা কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। বন্দিদের দেয়া হয়েছে নতুন পোশাক।

করোনা বিধিনিষেধের কারণে গত দুই বছর কারাগারে ঈদ জামাত ছিল বন্ধ। তবে এবার সংক্রমণ কমায় আবারও ঈদ জামাত হয়েছে সেখানে।

ঈদ উপলক্ষে স্বজনরা কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন।

তারা পেয়েছেন নতুন পোশাক। ছিল বিশেষ খাবারেরও ব্যবস্থা।

কারা অধিদপ্তর ও বিভিন্ন কারাগারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

কারা কর্মকর্তারা জানান, বিশেষ খাবারের মধ্যে ঈদের দিন সকালে পায়েস ও মুড়ি, দুপুরে পোলাও-মাংস এবং রাতে মাছ-ভাতের ব্যবস্থা রাখা হয়েছে।

খাবার পরিবেশনের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছে কিছু কারাগারে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, ‘বন্দিদের অংশগ্রহণে এবার ঈদের জামাত হয়েছে। গত দুই বছর করোনার কারণে বন্ধ ছিল। আজ বন্দিদের উন্নত খাবার দেয়া হয়েছে। স্বজনরা দেখা করার সুযোগ পেয়েছেন।’

অন্যবারের মতো এবারও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের বিশেষ খাবার এবং নতুন পোশাক দেয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, বন্দিদের জন্য গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে নতুন কাপড় উপহার দেয়া হয়েছে। বন্দিরা স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, খাওয়া, গল্প করে সময় কাটাচ্ছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুরে ফুটবল খেলার আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। কুমিল্লা কারাগারে তিন দিনব্যাপী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরো খবর