ঈদ মানেই নতুন ড্রেস। ঈদ আয়োজনে আমাদের সাজসজ্জার যেন কোনো কমতি থাকে না। তবে ঈদের পোশাকের সঙ্গে ম্যাচ করে নতুন জুতা না হলে সবই ভেস্তে যাবে। উৎসবের জুতা বলে কথা, খানিকটা বৈচিত্র্য না থাকলে কি হয়! আর তাই নতুন নতুন ডিজাইনের জুতা শোকেসে সাজিয়ে রেখেছে বিভিন্ন ব্র্যান্ড আর ফ্যাশন হাউসগুলো। বাটা, গ্যালারি অ্যাপেক্স, বে-এম্পোরিয়াম, জেনিস, অরিন, লোটো থেকে শুরু করে ফুটপাতের জুতার দোকানগুলোতেও ক্রেতার ভিড় থাকে এই সময়ে।
-
কেমন জুতা আসছে এবার ঈদে
কয়েক বছর ধরেই জুতা-স্যান্ডেলের বাজারে মিক্সড ফ্যাশন চলছে। গৎবাঁধা কালো বা চকোলেট রঙের স্যান্ডেলের চাহিদা এখন অনেকটাই কম। অ্যান্টিক সোনালি, মেরুন এবং সাদা রঙের স্যান্ডেল বা জুতার চাহিদা এখন বেশি। মেয়েদের জুতা বা স্যান্ডেলের ক্ষেত্রে পাথর ও পুঁতির কাজ খুব বেশি চাহিদাসম্পন্ন। এ ছাড়া সুতার কাজ করা স্যান্ডেলও পাওয়া যাচ্ছে বাজারে। মেয়েদের আগ্রহের তালিকায় থাকছে দুই ফিতার স্যান্ডেল আর মিডিয়াম হিলের স্যান্ডেল। শিশুদের ক্ষেত্রে আউটার-সিন্থেটিক ও ইনার ম্যাশের সমন্বয়ে সোল দিয়ে তৈরি জুতার চাহিদা বেশি।
জুতার ব্র্যান্ডগুলোর মধ্যে বাটা, অ্যাপেক্স, বে-এম্পোরিয়াম, ওরিয়ন, জেনিস, নাইক, পিকাসো, লোটোর চাহিদা সবচেয়ে বেশি। এবার ঈদ সামনে রেখে প্রতিটি ব্র্যান্ডই নতুন ডিজাইনের জুতা আনছে। এর মধ্যে মেয়েদের পেনসিল হিল, বেলোরিনা সু; শিশুদের নতুন ধরনের লোপার, বাবল গামসের জুতা। ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই আসবে আরও নতুন ডিজাইন।
-
শিশুদের ফ্যাশন
ঈদে শিশুদের ক্ষেত্রে এমনভাবে জুতা নির্বাচন করতে হবে যেন আরামটাই বেশি গুরুত্ব পায়। কারণ শিশুরা ছোটাছুটি করবে, ঘুরে বেড়াবে। তাই জুতাটিও নির্বাচন করতে হবে সেভাবেই। যদিও শিশুদের ফ্যাশনকেও গুরুত্ব দিতে হবে সমানতালে। শিশুদের জুতার প্রধান সুবিধা হলো এই জুতা উষ্ণ ঋতুর জন্য আদর্শ এবং শিশুর পায়ে ‘শ্বাস নিতে’ দেয়।
আপনার সোনামনির আরামের কথা মাথায় রেখেই চামড়ার নরম জুতা, কিংবা কাপড়ের জুতাও আনছে ফ্যাশন হাউসগুলো। স্টাইলিশ শেপস্কিন, লোপার, সোল দিয়ে তৈরি জুতা প্রভৃতির চাহিদা বেশি।
ছোট শিশুর জুতা কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন-
১. ফ্যান্সি জুতার বদলে আরামদায়ক হবে এমন জুতা বেছে নিন। শিশুদের ফ্যাশনের থেকে বেশি জরুরি তাদের সুস্বাস্থ্য।
২. চামড়া বা সুতি কাপড়ের তৈরি জুতা বেছে নিন। ফ্যান্সি প্লাস্টিকের জুতা প্রথম থেকেই এড়িয়ে চলুন। নয়তো তা ওই ছোট্ট পায়ে অস্বস্তির কারণ দেখা দিলেও দিতে পারে। দেখবেন, জুতার ওজনও যাতে বেশি না হয়।
৩. শক্ত চামড়ার জুতা এড়িয়ে চলাই ভালো। যেহেতু এই সময় শিশুরা খুব তাড়াতাড়ি বড় হয়, তাই খুব টাইট জুতা তাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে।
৪. জুতার সোল ভালো করে দেখে নিন। দেখে নিন শিশু তাতে স্বাচ্ছন্দ্যবোধ করছে কি না। খুব বেশি শক্ত সোল এড়িয়ে চলাই ভালো।
৫. ছোট মেয়েদের হাইহিল স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই শিশুকে মনের মতো সাজাতে হলে বেছে নিন মনের মতো সুন্দর ও স্টাইলিশ জুতা। এমন জুতা যাতে হিল নেই, কিন্তু আরাম আছে।
৬. শিশুর জুতার সাইজ তার পায়ের মাপ বরাবর হওয়া প্রয়োজন। অতিরিক্ত বড় বা খুব টাইট জুতা একেবারেই পরাবেন না।
৭. ক্যানভাসজাতীয় জুতা কিনলে ভালো করে দেখে নিন, তা পায়ে ঠিক করে ফিট হয়েছে কি না।
৮. শিশুদের বাড়ন্ত বয়সে সময় সময় জুতা বদলানো প্রয়োজন। একবার কিনে বহুদিন চলে যাবে এমন চিন্তাভাবনা জুতার ক্ষেত্রে না রাখাই ভালো।
-
মেয়েদের জুতা
এবার ঈদ গরমে আসছে বলে মেয়েদের ফুল সামার বোহেমিয়া সুইট স্যান্ডেল হতে যাচ্ছে একটি অন্যতম আকর্ষণ। এ ছাড়া ঈদে যেমন কাটতি থাকে স্লিপারের, তেমনি থাকে হাইহিল, মিড চুঙ্কি, ব্যালেরিনা টাইপের জুতার চাহিদাও। হাইহিলগুলো যেমন পেনসিল হিল টাইপের আছে, তেমনি আছে গোড়ালি সমান টাইপের হাই। রয়েছে নাগরা জুতাও। কয়েক বছর ধরেই ফ্যাশনসচেতন মেয়েদের পছন্দের তালিকায় থাকে ব্রেথেবল ফ্ল্যাট ক্যাজুয়াল সু। এবার বাজারে আসছে চামড়ার তৈরি এসব সু। পাশাপাশি থাকছে গোড়ালি বুট, থাকছে ফ্ল্যাট লোফার, সিনথেটিক জুতাও।
অন্যদিকে শুধু ফ্যাশন নয়, স্বাচ্ছন্দ্যের কথা যারা ভাবেন, তাদের জন্য রয়েছে স্লিপারও। দিনের বেলা ঘোরাঘুরির জন্য আরাম পেতে স্লিপার বা ব্যালেরিনার আসছে এই ঈদে।
-
ছেলেদের জুতা
ঈদে মেয়েদের ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলে ছেলেদের ফ্যাশনটাও। ছেলেদের ফ্যাশনের জন্য যেমন ফরমাল সু দোকানে পাবেন, তেমনি পাবেন সিম্পল টাইপের স্যান্ডেলও। তাই পাঞ্জাবির সঙ্গে পরতে বেছে নেবেন দুই ফিতার কোনো স্যান্ডেল। আর রাতের কোনো প্রোগ্রামের জন্য বেছে নিতে পারেন ফরমাল সু।
ঈদ কিংবা যেকোনো অকেশনে পুরুষদের পছন্দের তালিকায় সবার প্রথমে থাকে চামড়ার জুতা। চামড়া দিয়ে তৈরি জুতাগুলো সাধারণত নতুন, ফরমাল জুতা বা নৈমিত্তিক জুতা হয়। সাধারণত চামড়া থেকে তৈরি জুতা খুব টেকসই হয়, সহজে ক্ষতিগ্রস্ত হয় না এবং ছেঁড়া বা বিবর্ণ হয় না। এমনকি চামড়ার জুতা সহজেই যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায়, সেটা হোক ফরমাল বা ক্যাজুয়াল।
-
কোথায় পাবেন
দেশের প্রায় নামকরা সব জুতার শোরুমেই ঈদের জুতার কালেকশন রয়েছে। এ ক্ষেত্রে আপনি যেতে পারেন বাটা, অ্যাপেক্স, জেনিস, বেসহ আরও নিত্যনতুন জুতার শোরুমে। ঈদ মার্কেট ঘুরে দেখা যায়, বাটার এলিফ্যান্ট রোড শাখা কিংবা বসুন্ধরা সিটির শাখায়ও রয়েছে অনেক কালেকশন। সেখানে দাম তুলনামূলক বেশি পড়লেও জুতাগুলো বেশ আকর্ষণীয় এবং টেকসই। আর যদি মনে করেন তা আপনার সাধ্যের বাইরে, তবে যেতে পারেন এলিফ্যান্ট রোড, চৌরঙ্গী ভবন, মৌচাক মার্কেট, চাঁদনী চক, নিউ মার্কেট কিংবা অরচার্ড পয়েন্টে। সেখানে আপনি আপনার সাধ্যের সঙ্গে মিলিয়ে পছন্দসই জুতা পেয়ে যাবেন।