বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চুলে রঙের ঝিলিক

  • এস. এম. আতাউর রহমান   
  • ৩০ এপ্রিল, ২০২২ ১১:৫৪

যুগের সঙ্গে তাল মিলিয়ে হেয়ার কালারেও এসেছে নানা বৈচিত্র্য। লুকে পরিবর্তন আনতে, হাল ফ্যাশনে নতুনত্ব যোগ করতে তরুণ-তরুণীদের মধ্যে চুল রং করার ঝোঁক বেশি। অনেকেই পাকা চুল থেকে মুক্তি পেতে হেয়ার কালার করেন। এ জন্য কারও পছন্দ রং, তো কারও পছন্দ মেহেদির ব্যবহার।

তরুণ-তরুণীদের মধ্যে রঙিন চুলের প্রতি আগ্রহ বেশি দেখা যায়। ঈদ ও অন্যান্য উৎসব ঘিরে পারলারগুলোতে চুল রং করার ভিড় জমে বেশি। এবার ঈদে চুলের রঙে ট্রেন্ড কী রূপ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন এস এম আতাউর রহমান

যুগের সঙ্গে তাল মিলিয়ে হেয়ার কালারেও এসেছে নানা বৈচিত্র্য। লুকে পরিবর্তন আনতে, হাল ফ্যাশনে নতুনত্ব যোগ করতে তরুণ-তরুণীদের মধ্যে চুল রং করার ঝোঁক বেশি। অনেকেই পাকা চুল থেকে মুক্তি পেতে হেয়ার কালার করেন। এ জন্য কারও পছন্দ রং, তো কারো পছন্দ মেহেদির ব্যবহার। তবে কোন কালারে কাকে মানাবে এটা জানা বেশি দরকারি। এ জন্য পারলারগুলোতে গিয়ে চুলে রং করা বেশি ভালো। বিন্দিয়া বিউটি কেয়ারের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ শারমিন কচি জানালেন, ‘সবাইকে সব রং মানায় না। এ জন্য মুখের গড়ন ও চুলের ধরন বুঝে রং বেছে নিতে হবে। এ জন্য হেয়ার এক্সপার্টরা নানা পরীক্ষা-নিরীক্ষা করে জুতসই রং বেছে নেন। কেউ চুলে রং করতে চাইলে ভালো কোনো পারলারে যাওয়াই বুদ্ধিমানের।’

-

কোন রং ঈদে এগিয়ে

এবার ঈদে রেডিশ বাদামি, বন্ড কিংবা সোনালি, বারগ্যান্ডি, স্ট্রবেরি বন্ড, জেট ব্ল্যাক কিংবা চেরি লাল রং ট্রেন্ডে এগিয়ে রয়েছে জানালেন রূপ বিশেষজ্ঞ শারমিন কচি। তবে পুরো চুল না রাঙিয়ে হালকা শেড বা নির্দিষ্ট অংশের চুল রং করাও অনেকের কাছে প্রিয়। এর মধ্যে স্টিক হিসেবে হাইলাইট, লোলাইট বেশি পছন্দ তরুণ-তরুণীদের। এর পাশাপাশি অমব্রে, মেহগনি, কপারের মতো রঙের চাহিদাও বেশ। ট্রেন্ডি হেয়ার কালারের বেলায় এখন শুধু বাদামি কিংবা লাল রং আটকে নেই। বেগুনি, নীলচে সবুজ, ব্রুনেট, ডার্ক অবার্ন, চেস্টনাটসহ বিভিন্ন শেডযুক্ত রং বেশ এগিয়ে রয়েছে এবারকার ঈদে।

-

চুল রং করার আগে

চুলে রং করার আগে কিছু বিষয় মনে রাখা জরুরি। প্রথমেই চুলের স্বাস্থ্যের দিকে নজর দিন। রুক্ষ হলে চুল রং না করাই ভালো। এ ধরনের চুলে রং দীর্ঘস্থায়ী হয় না। বরং রঙের কারণে চুলের রুক্ষতা আরও বাড়ে। কোন রং মানানসই সে সম্পর্কে জেনে নিন। চুলের ধরন, স্টাইল, বয়সকে গুরুত্ব দিতে হবে। সবচেয়ে ভালো হয় চোখের রঙের সঙ্গে মিলিয়ে চুল কালার করা। রং করানোর আগে চুলে নতুন কাট দিতে পারেন। চেহারায় নতুনত্ব আসবে। রংও মানানসই হবে। রং করার পরপরই চুল কাটার ঝামেলা পোহাতে হবে না। চুল রং করার আগে ভালো করে শ্যাম্পু ও কন্ডিশনিং করে নেয়া জরুরি।

-

ঘরে বসেই রঙিন চুল

চুল রাঙাতে পারলারগুলোতে যাওয়াই ভালো। তবে চাইলে বাড়িতে বসেও পেতে পারেন রঙিন চুল। এ জন্য খুব বেশি এক্সপেরিমেন্ট করা যাবে না। সাদা বা কালো চুল রঙিন করার সময় খেয়াল রাখতে হবে রং যেন চুলের স্বাভাবিক রঙের কাছাকাছিই হয়। রুক্ষ বা কোঁকড়া চুলের জন্য একটু উষ্ণধাঁচের রং যেমন লাল, তামা, সোনালি বেশি মানানসই। চুল যদি সোজা হয় তবে একটু হালকা ও কোমল রং যেমন নীল, বাদামি বা ছাই রং বেছে নিতে হবে বলে জানালেন রেড বিউটি পারলারের স্বত্বাধিকারী আফরোজা পারভীন। ঘরে বসে চুল রং করার জন্য দরকার কিছু জিনিসপত্র। দোকান থেকে দুই বাক্স রং কিনতে হবে। রঙের প্যাকেটের গায়ের নির্দেশনা ভালোভাবে পড়ে দেখতে হবে। পুরোনো কাপড় পরতে হবে চুল রং করার আগে। এরপর দস্তানা বা গ্লাভস, চিরুনি, ক্লিপ, বাটি ও ড্রাই ব্রাশ নিয়ে আয়নার সামনে বসে পরতে হবে। চুলগুলো চারভাগে ভাগ করে নিন। এক ভাগে রং শেষ করে আরেক ভাগে শুরু করুন। কান ও কপালের পাশে ভ্যাসলিন মেখে নিন। এতে এসব জায়গায় রং লাগলেও ধোয়ার সময় সহজে উঠে যাবে। প্যাকেটের নির্দেশিত সময় পর চুল ধুয়ে ফেলতে হবে।

-

চুলের রং ধরে রাখতে

চুল তো রং করা হলো। কিন্তু কীভাবে বেশি দিন এই রং ধরে রাখবেন সেটাও তো জানা চাই। চুলে রং করার পর শ্যাম্পু করার সঠিক নিয়ম না মানলে রঙের স্থায়িত্ব বেশি দিন হবে না। অনেকেই চুল রঙের পর বাড়ি ফিরে দ্রুত শ্যাম্পু করেন। শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহার মতে, ‘এটা করা উচিত নয়। এতে চুলে রং বসার আগেই তা ধুয়ে যায়। রং হালকা হয়ে যায়। চুলে রং করার পর কমপক্ষে ১৬ ঘণ্টা পর শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু না করে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলাই ভালো। এরপর কন্ডিশনার ব্যবহার করতে হবে।’ সাধারণ চুল ও রঙিন চুলের মধ্যে পার্থক্য রয়েছে। দুই রকম চুলের যত্নআত্তিও দুই রকম। নিয়ম মেনে চললে চুলে দীর্ঘদিন রং ধরে রাখা যায়। রঙিন চুলে গরম পানিতে গোসল করা যাবে না। হেয়ার ড্রায়ারেও রঙিন চুল শুকানো উচিত নয়। গরম পানি চুলের ময়েশ্চারাইজার কমিয়ে চুলে রুক্ষতা তৈরি করে। রঙিন চুলে কিছুদিন পরপর ডিপ কন্ডিশনিং করতে হবে। চুলে সরাসরি সূর্যের আলো লাগানো যাবে না। রোদে গেলে স্কার্ফ বা ক্যাপ পরে থাকতে হবে।

-

রঙিন চুলের যত্ন

রং করা চুলে কালার শ্যাম্পু, কালার কন্ডিশনার ও কালার মাস্ক ব্যবহার করতে হবে। মাসে এক বা দুইবার পারলারে গিয়ে প্রোটিন ট্রিটমেন্ট করাতে পারেন। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন তেল মালিশ করতে হবে। নারিকেল, আমলকী, জলপাই কিংবা বাদাম তেল রঙিন চুলে বেশি উপকারী। রঙিন চুলে রুক্ষতা কমাতে শ্যাম্পু করার পরে চায়ের লিকার ব্যবহার করা যেতে পারে। বছরে দুইবারের বেশি চুল রং করাবেন না। এতে চুলের স্বাভাবিক কোমলতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

-

কোথায় করবেন খরচ কেমন

পারসোনা, রেড বিউটি পারলার, শোভন মেকওভার, অরা বিউটি লঞ্জ থেকে শুরু করে ছোট-বড় যেকোনো পারলারে গিয়ে চুলে রং করাতে পারেন। তবে পারলারটি ভালো মানের হওয়া বেশি জরুরি। নইলে উল্টো ফল হতে পারে। অখ্যাত পারলারগুলো প্রায়ই কমদামি রং ও পণ্য ব্যবহার করে বলে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য খরচ একটু বেশি হলেও ভালো মানের পারলার থেকে চুল রং করা দরকার। রঙের মান, কতটুকু চুল রাঙাবেন ও অন্যান্য রাসায়নিক পণ্যের ওপর ভিত্তি করে একেক সেবার একেক রকম খরচ। বড় পারলারগুলোতে ৩ হাজার থেকে ১০ হাজার টাকায় চুল রাঙাতে পারবেন।

এ বিভাগের আরো খবর