বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদের দিনের রূপসজ্জা

  • ফারহানা রুমি   
  • ২৮ এপ্রিল, ২০২২ ১১:৩৭

ঈদের দিন দুপুরে সাজটা একটু ন্যাচারাল হলেই ভালো। কারণ দিনের কড়া আলোয় অতিরঞ্জিত মেকআপ দৃষ্টিকটু লাগে। তাই ঈদের দিনের দুপুরের সাজের ক্ষেত্রে ন্যাচারাল, ফ্রেস, স্নিগ্ধ লুকটাই রাখার চেষ্টা করুন।

আমরা সবাই চাই ঈদের দিনটিতে আমাদের একটু ভিন্ন লাগুক। অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগুক। ঈদের আগেই আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের পোশাক এবং সাজসজ্জা নিয়ে। তাই ঈদের দিনটিতে কোন পোশাকে কেমন সাজবেন তা নিয়ে ভাবনার শেষ নেই। ঈদ মানেই যেন খুশি, আনন্দ, সাজসজ্জা। আর সেই সৌন্দর্যের মাত্রাকে আরেকটু বাড়িয়ে তুলতে নতুন পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে চাই বিশেষ সাজ। ঈদের দিন তিন বেলা কীভাবে নিজেকে সাজাবেন তা জানিয়েছেন রূপ বিশেষজ্ঞ ফারহানা রুমি।

-

সকালের সাজ

চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সকালে গোসলের সময় চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। এরপর সিরাম। নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে চাই হালকা সাজসজ্জা অর্থাৎ পরিপাটি লুক। যেহেতু তীব্র গরম বাইরে তাই মেকআপের আগে কিছুটা যত্ন নিতে হবে ত্বকের । টোনার দিয়ে ফেস ক্লিন করে একটি সিরাম নিয়ে কিছুক্ষণ রেখে তারপর একটি ময়েশ্চারও ব্যবহার করতে হবে। ফেস সেট হয়ে গেলে ফাউন্ডেশনের পরিবর্তে 'বিবি ক্রিম’ (BB Cream) ব্যবহার করতে পারেন ( যদি বাসাতেই থাকা হয়)। ন্যাচারাল লুক বজায় রাখতে ডাস্ট পাউডার বা ফেস পাউডার ব্যবহার করতে পারেন। বেস তৈরি হয়ে গেলে আইব্রু এঁকে নিন যার যার স্কিন টোন বুঝে। আই লিডে কনসিলার দিয়ে সুন্দর একটি শেড নির্বাচন করুন পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে। হাইলাইটার ব্যবহার করুন। এতে চোখের মেকআপ ফুটবে খুব সুন্দর করে। চোখে মানানসই স্টাইলে আই লাইনারে লাইন ও হালকা মাসকারা ব্যবহার করতে পারেন। কড়া রোদে মেকআপ হালকা হলেই ভালো। হালকা টোনের ব্লাসন এবং তার ওপর হাইলাইটার ব্যবহারে ফেইস অনেক শার্প ও গর্জিয়াস দেখাবে। যেহেতু চোখের মেকআপ হালকা হবে তাই লিপস্টিক একটু ডিপ রাখতেই পারি। সকালের সাজে চুলটা রাখতে পারেন খোলা। তবে মাঝখানে সিঁথি করে চুল দুই ভাগ করে ফ্রনচ বেণি চিকন করে করে পেছনে ক্লিপ করে দিতে পারেন । এতে খাবার পরিবেশনের সময় সামনে চুল এসে অহেতুক ঝামেলা করবে না। আর এই মেকআপে দুপুর পর্যন্ত কেটে যাবে আশা করি ।

-

দুপুরের সাজ

ঈদের দিন দুপুরে সাজটা একটু ন্যাচারাল হলেই ভালো। কারণ দিনের কড়া আলোয় অতিরঞ্জিত মেকআপ দৃষ্টিকটু লাগে। তাই ঈদের দিনের দুপুরের সাজের ক্ষেত্রে ন্যাচারাল, ফ্রেস, স্নিগ্ধ লুকটাই রাখার চেষ্টা করুন।

দুপুরবেলার সাজে ম্যাটফিনিশ মেকআপ ব্যবহার করুন। অবশ্যই খেয়াল রাখবেন মেকআপটি স্কিনটোনের সঙ্গে ম্যাচ করছে কি না। দুপুরের সাজে ভালো মানের বিবি অথবা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। এটা ত্বকে ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে। ঈদের দিনের দুপুরে যেহেতু সময়টা গরম তাই মানানসই ও আরামদায়ক হেয়ারস্টাইল করুন যেটা দেখতেও ভালো লাগবে, আরামদায়কও হবে। পরিবার-পরিজন ও অতিথি আপ্যায়নে চুলের কারণে যেন বিরক্তি না লাগে সেদিকেও নজর রাখুন।

-

রাতের সাজ

রাতের সাজটা গর্জিয়াস করতে পারেন। পোশাকের বেলায়ও গর্জিয়াস শাড়ি বা কামিজ পরতে পারেন। রাতের বেলার সাজে বেসকে ফোকাস করুন। ফাউন্ডেশন, প্যানকেক কিংবা প্যানস্টিক দিয়ে বেস করুন। মুখে দাগ থাকলে কনসিলার দিয়ে ঢেকে দিন। এরপর ব্যবহার করুন স্কিনটোন ফেস পাউডার। চাইলে লিকুইড বেসও করতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই রেখে চোখটা সাজাতে পারেন। চোখে স্মোকি লুক এনে চোখের পাতাজুড়ে একটু চকচকে (গ্লসি) শ্যাডো লাগিয়ে নিলেই পূর্ণ হবে রাতের সাজ। গাঢ় শেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন রাতে। দিন-রাত সব বেলার সাজেই লিপসেলার ব্যবহার করতে পারেন। লিপসেলার মেকআপ রিমুভার ছাড়া ওঠে না। খাবার সময় তাই নষ্ট হয় না। ঠোঁটের ওপর গ্লিটার ব্যবহারও এখন চলছে। রাতের সাজে ব্লাশন বেছে নিন গোলাপি কিংবা বাদামি। ঈদের রাতের সাজের সঙ্গে গোল্ড, স্টোন, ফ্রেন্সি, মেটাল, পুঁতিসহ সব ধরনের গয়নাই ভালো লাগবে।

এ বিভাগের আরো খবর