রান্নাঘরে পিঁপড়ার আনাগোনা কমবেশি সব বাসাতেই আছে। এরা চিনির কৌটা, ভাতের হাঁড়ি কিংবা পছন্দসই কোনো খাবারে দলবলসহ নেমে পড়ে। নষ্ট করে আমাদের খাবার। এদের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় কি নেই? অবশ্যই আছে।
এনডিটিভি ফুডের এক প্রতিবেদনে উঠে এসেছে, পিঁপড়ার হাত থেকে মুক্তি পাওয়ার সহজ কিছু উপায়। চলুন দেখে নিই।
-
চক
চকে আছে ক্যালসিয়াম কার্বোনেট। পিঁপড়ার দল এই উপাদানটা এড়িয়ে চলে। তাই চকের গুঁড়া পিঁপড়ার গর্তের মুখে দিলে কিংবা চক দিয়ে গর্তের মুখে গোল করে দাগ দিলে এরা আর বের হবে না।
-
লেবুর রস
পিঁপড়া যেদিক দিয়ে আপনার ঘরে প্রবেশ করে সেখানে লেবুর রস দিতে পারেন। এরা লেবুর গন্ধ পছন্দ করে না বলে যেখানে লেবুর রস আছে, সেদিকে যায় না। চাইলে ঘর মোছার সময় বালতির পানিতে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। লেবুর বদলে কমলার রস দিলেও একই ফল পাওয়া যাবে।
-
মরিচ
পিঁপড়া মরিচ ঘৃণা করে। তাই মরিচ ব্যবহার করে এদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। গুঁড়া মরিচ পানির সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটা পিঁপড়ার লাইনের ওপরে সরাসরি স্প্রে করুন। পিঁপড়া পালিয়ে যাবে।
-
লবণ
পিঁপড়া তাড়ানোর সহজ সমাধান হলো লবণ। ফুটানো পানিতে বেশি করে লবণ দিন। মিশ্রণটা পিঁপড়ার গর্ত এবং এর চলার পথে স্প্রে করুন।
-
সাদা ভিনেগার
লেবুর মতো সাদা ভিনেগারের গন্ধও পিঁপড়ার পছন্দ নয়। তাই স্প্রের মাধ্যমে সাদা ভিনেগার ছড়িয়ে পিঁপড়ার হাত থেকে মুক্তি পাওয়া যায়।
-
দারুচিনি
পিঁপড়ার গর্ত এবং চলার পথে দারুচিনির গুঁড়া ছড়িয়ে দিতে হবে। চাইলে দারুচিনি পাউডারের সঙ্গে সামান্য এসেনশিয়াল অয়েল যোগ করে নিতে পারেন। এই উপাদানগুলো পিঁপড়া প্রতিরোধে শক্তিশালী ভূমিকা রাখে। এর মাধ্যমে সহজেই পিঁপড়ার হাত থেকে মুক্তি পাওয়া যায়।