বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভ্যানিলার ঘ্রাণ বিশ্বে সবচেয়ে জনপ্রিয়

  •    
  • ৬ এপ্রিল, ২০২২ ২২:৫০

ভ্যানিলার মৃদু সুবাস পছন্দ বেশিরভাগের। অন্যদিকে সবচেয়ে অপছন্দের গন্ধগুলির মধ্যে রয়েছে আপেলের রস, দুধ ও পনিরের গন্ধ। আছে পায়ের ঘামের গন্ধও।

নিজেকে সুরভিত রাখার ইচ্ছে হাজার বছরের পুরানো। পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতে সুগন্ধির মর্যদা ওপরে। অবশ্য সুগন্ধিকে বোতলবন্ধি হওয়ার ইতিহাস খুব পুরোনো নয়।

বলা হয়ে থাকে, মিশরীয়রা বিভিন্ন সুগন্ধি ও উদ্ভিদের নির্যাস তেল বা চর্বিতে মাখিয়ে এক ধরনের মলম তৈরি করত। ধর্মীয় আয়োজনে তারা এ মলম মাখত। কৃত্রিম সুগন্ধি বাজারে আসে উনবিংশ শতাব্দীর শেষ দিকে।

এত সবের মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সুগন্ধি কোনটি তা জানার চেষ্টা করেছেন একদল বিজ্ঞানী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা বলছেন, সাংস্কৃতিক পার্থক্য সত্ত্বেও বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় সুগন্ধি হচ্ছে ভ্যানিলার ঘ্রাণ।

গবেষকরা নানা শ্রেণি-পেশার ২৩৫ জনের ওপর ‘গন্ধ পরীক্ষা’ পরীক্ষা চালান। তাদের মধ্যে অনেকেই আদিবাসী জনগোষ্ঠীর; যাদের পশ্চিমা সংস্কৃতির সঙ্গে যোগাযোগ একেবারেই কম।

এতে দেখা গেছে, ভ্যানিলার মৃদু সুবাস পছন্দ বেশিরভাগের। অন্যদিকে সবচেয়ে অপছন্দের গন্ধগুলির মধ্যে রয়েছে আপেলের রস, দুধ ও পনিরের গন্ধ। আছে পায়ের ঘামের গন্ধও।

গবেষকদের দাবি, সংস্কৃতি ভেদে গন্ধ সম্পর্কে মানুষের চেতনা ভিন্ন ভিন্ন হলেও, শেষ পর্যন্ত ব্যক্তিগত পছন্দ-অপছন্দই ঠিক করে দেয় কোন গন্ধ ভাল লাগবে।

গবেষক দলের সদস্য আর্টিন আরশামিয়ান বলেন, ‘আমরা পরীক্ষা করতে চেয়েছিলাম যে সারা বিশ্বের মানুষ একই ধরণের গন্ধ পছন্দ করে কি না। এ ছাড়া এটি এমন কিছু যা সাংস্কৃতিকভাবে শেখা যায় কি না।’

‘ঐতিহ্যগতভাবে বিষয়টাকে সাংস্কৃতিক হিসেবে দেখা হয়েছে। তবে আমরা দেখেছি যে সংস্কৃতির সঙ্গে এর সম্পর্ক খুব কম।’

এ বিভাগের আরো খবর