নতুন বছরের উপহার হিসেবে পডকাস্ট শুরু করে দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম। এখন পর্যন্ত প্রতিটি পর্বই পেয়েছে বিপুল শ্রোতাপ্রিয়তা।
শ্রোতাদের জন্য দারুণ খবর নিয়ে এসেছে নিউজবাংলা। নিউজবাংলা পডকাস্ট এখন শোনা যাচ্ছে বিশ্বজুড়ে জনপ্রিয় সব অডিও প্ল্যাটফরমে। অ্যামাজান মিউজিক, গুগল পডকাস্ট, অ্যাপল পডকাস্টের মতো প্ল্যাটফরমে শোনা যাচ্ছে এসব পডকাস্ট।
দেশের বাইরের শ্রোতারা এ পডকাস্ট নিয়মিত শুনতে পাবেন স্পটিফাই-এ। এছাড়া স্টিচার, পডকাস্ট অ্যাডিক্ট, ডিজারসহ আরও কিছু আন্তর্জাতিক প্ল্যাটফরমে নিউজবাংলার পডকাস্টের প্রতিটি পর্ব উপভোগ করা যাচ্ছে। প্রতিমাসের ২৫ তারিখে পডকাস্টের নতুন পর্ব প্রচার করছে নিউজবাংলা। বিশেষ সংবাদের গল্প, চমকপ্রদ রহস্য ও অনুসন্ধানী প্রতিবেদনভিত্তিক এসব পডকাস্ট শোনা যাচ্ছে ফেসবুক মোবাইলেও।
আর যারা এ সার্ভিসগুলোর শ্রোতা নন, তারা ফেসবুক মোবাইল অ্যাপে নিউজবাংলা পেজে পডকাস্টগুলো উপভোগ করতে পারছেন।