বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলার খোসার ব্যবহার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ মার্চ, ২০২২ ১২:৩৩

দাঁতের হলদে ভাব দূর করতে পারে কলার খোসা। সকালে কলার খোসার নরম অংশ ঘষে নিন দাঁতে। দুই মিনিট পর কুলকুচা করুন।

কলার খোসা ফেলবেন না। এটা অনেক কাজের কাজি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে কলার খোসা আর কী কী কাজে লাগানো যেতে পারে। চলুন দেখে নেই।

-

ত্বকের বলিরেখার সমস্যা দূর করতে পারে কলার খোসা। সে জন্য খোসার ভেতরের অংশ নিয়মিত ত্বকে ঘষতে হবে।

দাঁতের হলদে ভাব দূর করতে পারে কলার খোসা। সকালে কলার খোসার নরম অংশ ঘষে নিন দাঁতে। দুই মিনিট পর কুলকুচা করুন।

চামড়ার জুতায় দাগ পড়েছে? কলার খোসার সাহায্যে ঝকঝকে করে ফেলতে পারেন নিমিষে।

রুপার চকচকে ভাব ফিরিয়ে আনতে কলার খোসা ব্যবহার করা যায়। এ জন্য ব্লেন্ডারে কলার খোসা ও পানি ব্লেন্ড করে পেস্টটি গয়নায় লাগিয়ে ঘষুন।

কলার খোসা ছোট টুকরা করে টবের মাটির সঙ্গে মিশিয়ে দিন। গাছ দ্রুত বাড়বে।

মাংস নরম করতে রান্নার আগে কিছুক্ষণ কলার খোসা কুচি দিয়ে ম্যারিনেট করে রাখুন।

এ বিভাগের আরো খবর