সাধারণত ঘরে সন্তানসম্ভবা কেউ থাকলে বাড়তি যত্নআত্তির দিকে নজর দেয় পরিবারের সবাই। তবে মালয়েশিয়ান এক অন্তঃসত্ত্বা নারী উল্টো যা করলেন, তা স্বামীর কাছে ছিল অকল্পনীয়।
সন্তান জন্ম দেয়ার প্রথম ১০০ দিন নিদ্রাহীন রাত কাটানোর ধকলের ক্ষতিপূরণ হিসেবে স্বামীকে তিনি উপহার দিয়েছেন বিলাসবহুল গাড়ি ল্যাম্বরগিনি।
১৯ বছরের আনেস আয়ুনি ওসমান শুক্রবার স্বামীকে কুয়ালালামপুরের একটি গাড়ির শো রুমে নিয়ে যান। সেখান থেকে ২০ লাখ মিলিয়ন রিঙ্গিতের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) হুরাকান ইভো মডেলের ল্যাম্বরগিনি গাড়ি কিনে স্বামীকে উপহার দেন তিনি। পুরো ঘটনা টিকটকে ধারণ করেন আনেস।
ভিডিও-তে দেখা যায়, স্বামীর চোখে মাস্ক পরিয়ে দোকানে নিয়ে যাচ্ছেন আনেস। সামনেই ছিল ল্যাম্বরগিনি গাড়িটি। স্ত্রীর কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেয়ে চোখে পানি আটকাতে পারেননি ২০ বছরের ওয়েলদান জুলকেফলি। আনেসকে জড়িয়ে ধন্যবাদ জানান তিনি।
পরে আনেস বলেন, ‘বিয়ের পর থেকে আমার পাশে থেকেছেন। বিশেষ করে আমার গর্ভাবস্থায় তিনি আমার খুব ভালো যত্ন নিয়েছেন। তার আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাকে এই ল্যাম্বরগিনি উপহার দিচ্ছি। কারণ সামনের বন্দিদশা জুড়ে তাকে আমার পাশে চাই।’
২০২১ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধা তরুণ উদ্যোক্তা আনেস এ সময়টা স্বামীর কাছ থেকে সেরা সেবাটা আশা করছেন।
তিনি বলেন, ‘সে কেবল আমার সঙ্গেই থাকবে না, দিনরাত তাকে বাচ্চার যত্ন নিতে হবে। কারণ আমার সিজারিয়ান হওয়ার সম্ভাবনা প্রবল। যাদের সিজারিয়ান হয়েছে, তারা জানেন এটা কষ্টদায়ক। তাই আমি আমার স্বামীর কাছ থেকে আরও মনোযোগ চাই।’
‘আমি চাই সে শুধু আমার আর সন্তানের যত্ন নেবে না, বাচ্চার ন্যাপিও পরিষ্কার করবে। সে এটা ভালো পারবে। কারণ আমাদের বিড়ালের সব নোংরাও সে পরিষ্কার করে।’
চলতি মাসেই সন্তান জন্ম দেবেন আনেস। তাই আগেভাগেই স্বামীকে এই উপহার দিয়েছেন। তিনি বলেন, ‘পারিবারিক ঐতিহ্য মেনে হাসপাতাল ছাড়ার পর ৩ মাস জুলকেফলিকে নিয়ে আমার বাবার বাড়িতে থাকব।’
আনেসের চকমপ্রদ উপহার দেয়ার ভিডিও প্রথম ২৪ ঘণ্টায় ১০ লাখেরও বেশি মানুষ দেখেছে।
এর আগে অনাগত সন্তানের জন্য একদিনে ১০ লাখ টাকার বেশি কেনাকাটা করে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি। কেনাকাটার তালিকায় ছিল বিখ্যাত ফরাসি ব্র্যান্ড লুই ভিটনের ব্যাগ।
এ ছাড়া গর্ভাবস্থায় স্বামীর কাছে ৩০ লাখ মিলিয়ন রিঙ্গিতের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা) অ্যাভেন্টাডোর এস ভি মডেলের গাড়ি চেয়েছিলেন আনেস। টিকটকের সে ভিডিওতে ১ লাখ লাইক পড়লে, তা পূরণ করেছিলেন জুলকেফলি।