বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোন ধরনের কাপে চা পান করবেন

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:২৫

প্লাস্টিকের মধ্যে থাকা বিসফেনল-এ নামের টক্সিক উপাদান একটি নীরব ঘাতক। গরম খাবার বা পানীয় প্লাস্টিকের সংস্পর্শে এলে ওই রাসায়নিক খাবারের সঙ্গে মেশে। এটি নিয়মিত শরীরে ঢুকলে নারীদের ইস্ট্রোজেন হরমোনের কাজের স্বাভাবিকতা বিঘ্নিত হয়। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু কমে যায়।

আমরা প্রায়ই রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে চা পান করি। বেশির ভাগ ক্ষেত্রে প্লাস্টিকের কাপে এই চা পান করা হয়। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এক গবেষণায় প্লাস্টিকের কাপে চা পান করাকে মারাত্মক স্বাস্থ্যহানির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তাদের মতে, প্লাস্টিকের মধ্যে থাকা বিসফেনল-এ নামের টক্সিক উপাদান একটি নীরব ঘাতক। গরম খাবার বা পানীয় প্লাস্টিকের সংস্পর্শে এলে ওই রাসায়নিক খাবারের সঙ্গে মেশে। এটি নিয়মিত শরীরে ঢুকলে নারীদের ইস্ট্রোজেন হরমোনের কাজের স্বাভাবিকতা বিঘ্নিত হয়। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু কমে যায়।

এ ছাড়া হার্ট, কিডনি, লিভার, ফুসফুস এবং ত্বকও মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি, স্তন ক্যানসার হওয়ার আশঙ্কাও থাকে।

গবেষণা থেকে আরও জানা যায়, প্লাস্টিকের কাপ তৈরিতে যে উপাদান ব্যবহার করা হয়, সেগুলো বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে ক্লান্তি, হরমোনের ভারসাম্যতা হারানো, মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়া, স্থূলতাসহ একাধিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

এই জটিলতা এড়াতে কাচের অথবা সিরামিকের কাপে চা পান করা যেতে পারে। আজকাল কাগজের কাপও বাজারে এসেছে। চাইলে সেটাও ব্যবহার করতে পারেন।

এ বিভাগের আরো খবর