বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিনমজুর থেকে নেটজগতের হিরো

  •    
  • ২১ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৫২

শুটের আগে মাম্মিকার আপাদমস্তক রূপান্তর ঘটান দুই মেকআপ আর্টিস্ট। পরে পশ্চিমা স্যুট, চোখে কালো চশমা আর আইপ্যাড হাতে মাম্মিকার ছবি তোলেন শেরেক। শেরওয়ানি পরা মাম্মিকাকে দেখে মনে হয় বয়স তো কেবল সংখ্যা।

ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা মাম্মিকা। কোঝিকোড় জেলায় তার বাড়ি। ৬০ বছরের মাম্মিকা পেশায় দিনমজুর। অতিসাধারণ সেই মাম্মিকাই এখন নেট দুনিয়ায় হিরো। সুপার গ্ল্যাম লুকে রীতিমতো তারকা বনে গেছেন মাম্মিকা।

নিজের চিরাচরিত চেহারা আর পোশাক পাল্টে সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন মাম্মিকা। আর এই লুকেই করেছেন বাজিমাত।

বিয়ের জন্য পোশাক তৈরি করা একটি প্রতিষ্ঠানের মডেল খুঁজছিলেন ফটোগ্রাফার শেরেক ভেয়ালিল। এর জন্য পরিচিত কোনো মডেল নেননি শেরেক। বেছে নেন মাম্মিকাকে।

শুটের আগে মাম্মিকার আপাদমস্তক রূপান্তর ঘটান দুই মেকআপ আর্টিস্ট। পরে পশ্চিমা স্যুট, চোখে কালো চশমা আর আইপ্যাড হাতে মাম্মিকার ছবি তোলেন শেরেক। শেরওয়ানি পরা মাম্মিকাকে দেখে মনে হয় বয়স তো কেবল সংখ্যা।

মাম্মিকার ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেন ফটোগ্রাফার শেরেক। তারপরই বদলে যায় মাম্মিকার জীবন।

মাম্মিক্কার এখন নিজের অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে। সেখানে ভক্তের ভালোবাসায় সিক্ত তিনি। আসছে আরও কাজের প্রস্তাব।

তিনি জানিয়েছেন, মডেলিং চালিয়ে যাবেন। তবে তার সঙ্গে চলবে দিনমজুরের কাজও।

এ বিভাগের আরো খবর