বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শীতের পোশাক সংরক্ষণ করবেন যেভাবে

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ১১:২৬

স্যাঁতসেঁতে পরিবেশে বা ঘরে আলমারি রাখবেন না। এতে কাপড়ে দ্রুত ফাঙ্গাস পড়ে। শুষ্ক ও পরিচ্ছন্ন স্থানে রাখলে মূল্যবান পোশাকগুলো পরের বছরও একই রকম ফ্রেশ পাবেন।

শীতকাল শেষ। চলে এসেছে বসন্ত। তারপরও এই সময়ে হালকা শীত অনুভূত হচ্ছে। কিছুদিন পরে এটাও থাকবে না। তখন শীতের পোশাকের জায়গা হবে আলমারি আর ওয়্যারড্রোবে। পুরো পছর সেখানেই থাকবে ওগুলো। তবে শীতের পোশাক তুলে রাখার আগে কিছু নিয়ম অনুসরণ করলে পোশাকগুলো পুরো বছর ভালো থাকবে। চলুন দেখে নেই নিয়মগুলো।

-

ধুয়ে নিন

ওয়্যারড্রোবে তুলে রাখার আগে শীতের পোশাকগুলো অবশ্যই ধুয়ে নিতে হবে। শীতকালজুড়ে পড়ার কারণে এসব পোশাকে ধুলোবালি, জীবাণু, ঘামের গন্ধ লেগে থাকে। না ধুলে এসব সারা বছর উলেই জড়িয়ে থাকবে। ধোয়া পোশাক তুলে রাখার আগে ভালো করে শুকিবে নেবেন।

-

ব্যাগে রাখুন

পশমের পোশাক বাতাসহীন ব্যাগে প্যাক করে সংরক্ষণ করতে পারলে ভালো। এতে শুধু শীতের পোশাক রাখতে জায়গা কম লাগবে তাই নয়, অতিরিক্ত আর্দ্রতা এবং ধুলোও ঢুকবে না। আর্দ্রতা শুষে নেয়ার জন্য কিছু সিলিকা বল রাখতে পারেন। ভ্যাকুয়াম ব্যাগে প্যাকিংয়ের ঝামেলা না চাইলে বক্সের মধ্যেও রাখতে পারেন।

-

স্যাঁতসেঁতে পরিবেশ এড়িয়ে চলুন

স্যাঁতসেঁতে পরিবেশে বা ঘরে আলমারি রাখবেন না। এতে কাপড়ে দ্রুত ফাঙ্গাস পড়ে যায়। শুষ্ক ও পরিচ্ছন্ন স্থানে রাখলে মূল্যবান পোশাকগুলো পরের বছরও একই রকম ফ্রেশ পাবেন।

-

অন্যান্য

শীতের পোশাক ঝুলিয়ে রাখা যাবে না। দীর্ঘদিনের জন্য ঝুলিয়ে রাখলে পোশাক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পোশাকের ভাঁজে ন্যাপথালিন রেখে দিতে পারেন। পোকা বাসা বাঁধতে পারবে না তাহলে। মাঝে মাঝে পোশাক বের করে রোদে দেবেন।

এ বিভাগের আরো খবর