বাড়িতে আগুন লাগলে প্রথম কাজ হবে মাথা ঠাণ্ডা রাখা। আতঙ্কিত হলে বা ভয় পেলে পরবর্তী সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। আর এ ধরনের বিপদের সময় একটু ভুল সিদ্ধান্তের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।
আগুন লেগেছে বুঝতে পারলে বাড়ির অন্য সদস্যদের জন্য সেটা জানান। এ ক্ষেত্রে আগুন আগুন বলে চিৎকার করলে সবাই বিপদটা বুঝতে পারবে। মনে রাখতে হবে, এটা ভয়ের চিৎকার না, সতর্কতার চিৎকার।
দ্রুত ঘরের বাইরে বেরিয়ে আসুন। মূল্যবান জিনিস সংগ্রহ করতে গিয়ে সময় নষ্ট করবেন না। সম্পদের মায়া ত্যাগ করে চলে আসতে হবে।
বাইরে এসে ফায়ার সার্ভিস স্টেশনে আগুন লাগার সংবাদ দিন। আপনার কাছের ফায়ার সার্ভিস স্টেশনের ফোন নাম্বার মনে না থাকলে জরুরি সেবা নাম্বার ৯৯৯-তে ফোন দিন। নিজে ফোন দিতে না পারলে অন্য কাউকে দেয়ার জন্য অনুরোধ করুন।
আগুন নেভানোর চেষ্টা করুন। বৈদ্যুতিক লাইনে অথবা যন্ত্রপাতিতে আগুন ধরলে পানি ব্যবহার করবেন না। বহনযোগ্য কার্বন ডাই-অক্সাইড বা ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার ব্যবহার করুন। না পেলে শুকনো বালু ব্যবহার করুন।
তেলজাতীয় পদার্থ থেকে লাগা আগুনে পানি ব্যবহার বিপজ্জনক। বহনযোগ্য ফোম-টাইপ ফায়ার এক্সটিংগুইশার বা শুকনো বালু অথবা ভেজা মোটা কাপড় অথবা চটের বস্তা দিয়ে চাপা দিন।
গায়ে আগুন লাগলে দৌড়াবেন না। গড়িয়ে গড়িয়ে যেদিকে যেতে চান সেদিকে যান। কাপড় দিয়ে নাক ঢাকুন, হাতের কাছে পানি থাকলে কাপড় ভিজিয়ে নিন।
যদি দেখেন দরজা গরম, দরজার নিচ দিয়ে বা ফাঁকা জায়গা দিয়ে ধোঁয়া আসছে এবং দরজার হাতলও গরম- তাহলে দরজা খুলবেন না। তার মানে বুঝতে হবে আগুন কাছে চলে এসেছে। যদি দেখেন দরজার হাতল ঠান্ডা, দরজার ফাঁক দিয়ে ধোঁয়া আসছে না, তাহলে ধীরে ধীরে ও সাবধানতার সঙ্গে দরজা খুলুন এবং তাড়াতাড়ি ভবন থেকে বের হওয়ার চেষ্টা করুন।
সিঁড়িঘরে গেলে যদি ধোঁয়া দেখতে পান, তাহলে কখনও ওপরে উঠবেন না। ছাদে যাওয়ার চেষ্টা করবেন না। ধোঁয়া বাতাসের থেকে হালকা, তাই তা ওপরের দিকে ওঠে। বারান্দা বা জানালার কাছে চলে যাবেন; এতে হাতে বেশি সময় পাবেন।
ধোঁয়ায় আচ্ছন্ন পথ পরিহার করুন। যেতে বাধ্য হলে উপুড় হয়ে বা হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। ধোঁয়া ওপরে ওঠে বলে নিচের বাতাসে অক্সিজেন বেশি থাকে।