বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাপে কাটলে কী করবেন

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২১ ১৫:১৯

দংশিত জায়গার আশপাশে অনেকেই খুব কঠিনভাবে বেঁধে ফেলেন। এটি করা যাবে না, তবে যেখানে সাপে কেটেছে, তার কিছুটা ভেতরের দিকে খুব হালকা করে শুধু একটি গিঁট দিয়ে বেঁধে দেয়া যেতে পারে।

সাপের দংশনে প্রতিবছরই অনেক মানুষ প্রাণ হারান। মে থেকে অক্টোবরের মধ্যে সাপের উপদ্রব বেশি দেখা যায়। এর বাইরে সারা বছরই সাপের কামড়ে অনেকে আক্রান্ত হন।

সাবধানী হওয়ার পরও দুর্ভাগ্যক্রমে সাপের দংশনের শিকার হতে পারেন অনেকে। তেমন অবস্থায় ঠিকঠাক ব্যবস্থা নিলে মৃত্যুর আশঙ্কা অনেকটাই কমে যায়।

সাপের দংশনে আক্রান্ত হওয়ার পরবর্তী পদক্ষেপগুলো কী হতে পারে, সে সম্পর্কে জানা গেছে কুইন্সল্যান্ড হেলথ সাময়িকীর এক প্রতিবেদনে। চলুন দেখে নিই।

.

সাপের ধরন নির্ণয়

সাপ কামড়ালে প্রথমেই আঘাতের স্থান পর্যবেক্ষণ করে জানতে হবে সেটি বিষধর নাকি নির্বিষ। দুই ধরনের সাপের কামড়ের চিকিৎসা দুই রকম। বিষধর সাপের কামড়ে সাধারণত দুটি ক্ষত হয়, তবে নির্বিষ সাপের কামড়ে চার থেকে ১৬টি পর্যন্ত ক্ষত দেখা যেতে পারে।

.

আক্রান্ত ব্যক্তিকে শান্ত রাখা

বিষধর সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর বেশির ভাগ সময় আক্রান্ত ব্যক্তি উদ্বিগ্ন হয়ে পড়েন। উদ্বেগজনক ভীতি রোগীকে মানসিকভাবে দুর্বল করে ফেলে। তাই আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে যে, ভয়ের কিছু নেই।

সাপে কাটা রোগী অতিরিক্ত নড়াচড়া করলে মাংসপেশির সংকোচন-প্রসারণে বিষ দ্রুত পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তাই ছোটাছুটি বা অস্থির হওয়া যাবে না। হাসপাতালে রোগীকে হাঁটিয়ে নেয়ার পরিবর্তে গাড়ি, রিকশা কিংবা হুইলচেয়ার করে নিতে হবে। গাড়ির ব্যবস্থা না থাকলে কাঁধে বা খাটিয়ায় করে নিয়ে যেতে হবে।

.

দ্রুত হাসপাতালে নেয়া

সাপে কাটার পর প্রথম কাজই হলো যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া। একবিংশ শতাব্দীতে এসেও অনেকে ঝাড়ফুঁক, ওঝা ও বৈদ্যে বিশ্বাস রাখেন। কোনোভাবেই ওঝা বা অন্য কোনো ব্যবস্থা নেয়া যাবে না। পরীক্ষিত ডাক্তারের কাছে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আজকাল প্রায় সব সাপেরই অ্যান্টি-ভেনম পাওয়া যায়।

.

কাটাছেঁড়া

শরীরের যে স্থানে সাপ দংশন করেছে, সেখানে অনেকেই কেটে দেন। তারা মনে করেন, এতে বিষ বের হয়ে যাবে। এটি একেবারেই ভুল ধারণা। এতে বরং সংক্রমণসহ অন্যান্য ঝুঁকি বাড়ে। কামড় দেয়া জায়গাটি ডাক্তারের কাছে নেয়ার আগ পর্যন্ত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে।

.

বেঁধে দেয়া

দংশিত জায়গার আশপাশে অনেকেই খুব কঠিনভাবে বেঁধে ফেলেন। এটি করা যাবে না, তবে যেখানে সাপ কেটেছে, তার কিছুটা ভেতরের দিকে খুব হালকা করে শুধু একটি গিঁট দিয়ে বেঁধে দেয়া যেতে পারে। বাঁধন এমনই হালকা হতে হবে যেন চাইলে ভেতরে আঙুল প্রবেশ করা যায়।

.

উপসর্গ

কিছু সাপ কাটলে তাৎক্ষণাৎ টের পাওয়া যায় না। যেমন: কালাচ। এ সাপ অত্যন্ত বিষধর, কিন্তু বিষদাঁত ছোট হওয়ায় প্রাথমিকভাবে বোঝা যায় না, শুধু বমিভাব বা পেট খারাপের মতো উপসর্গ দেখা যায়। তাই এসব লক্ষণ দেখলে কোনোভাবেই অবহেলা করা যাবে না।

এ বিভাগের আরো খবর