বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেভ করার ক্ষেত্রে যা মনে রাখবেন

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:৫৩

বাজারে বিভিন্ন ধরনের প্রি-শেভিং অয়েল পাওয়া যায়। এগুলো মূলত শেভের আগে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়। এই অয়েল বা তেল দাড়ি নরম করে এবং রেজার কিংবা ব্লেড ব্যবহারের জন্য মুখের চামড়াকে উপযুক্ত করে তোলে।

নিজেকে আরও সুদর্শন অথবা পরিপাটি করে তুলতে পুরুষ মানুষের জন্য অন্যতম একটি কাজ হলো শেভ করা। বলা যায় অনেকের জন্য এটি একটি নিত্যদিনের কাজ। তবে এই শেভ করার ক্ষেত্রেও বিশেষ কিছু নিয়ম আছে। আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মেটোলজি অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই কিছু নিয়মের কথা, যা আপনার শেভ করে তুলবে আরও আরামদায়ক ও নিরাপদ। চলুন জেনে নেয়া যাক-

মুখ ধুয়ে নেয়া

শেভ করার আগে অবশ্য করণীয় হলো- ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে নেয়া। কেননা মুখে নানা রকম ধুলা-ময়লা জমে থাকে। পরে ঘামের কারণে সেগুলো থেকে যায়। শেভ করার আগে ধুয়ে এসব পরিষ্কার না করলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

গোসলের পর

সকালে গোসলের পর শেভ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। গোসলের কারণে তখন দাড়ি নরম থাকে। যে কারণে সহজে শেভ করা যায় এবং ত্বকও মসৃণ থাকে।

শেভিং অয়েল

বাজারে বিভিন্ন ধরনের প্রি-শেভিং অয়েল পাওয়া যায়। এগুলো মূলত শেভের আগে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়। এই অয়েল বা তেল দাড়ি নরম করে এবং রেজার কিংবা ব্লেড ব্যবহারের জন্য মুখের চামড়াকে উপযুক্ত করে তোলে। তাই শেভের আগে প্রি-শেভিং অয়েল ব্যবহারের চেষ্টা করুন।

রেজারের ব্যবহার

শেভ করার ক্ষেত্রে অবশ্যই ভালো মানের রেজার ব্যবহার করা জরুরি। বাজারে দুই এবং তিন ব্লেডবিশিষ্ট রেজার পাওয়া যায়। এগুলো শেভ করার জন্য সবচেয়ে উত্তম। এতে কাটাচেরার আশঙ্কা থাকে না। সব সময় আলতোভাবে রেজার টানুন। জোরে চেপে টানলে ত্বকের ক্ষতি হয়। এ ছাড়া রেজার সব সময় পরিষ্কার রাখা জরুরি। বেশি দিনের পুরোনো রেজার ব্যবহার করবেন না। আর উল্টো দিক থেকে কখনোই দাড়ি কামাবেন না।

আফটার শেভ

শেভ করার পর ব্যবহারের জন্য নানা রকম অ্যান্টি-সেপটিক পাওয়া যায়। তবে খেয়াল রাখবেন সেগুলো যেন অ্যালকোহলমুক্ত হয়। আফটার শেভ লোশন এবং ক্রিম উভয়ই পাওয়া যায়। আপনার ত্বকের জন্য যেটি উপযুক্ত সেটি ব্যবহার করুন। প্রতিদিন টানা শেভ করবেন না। সপ্তাহে অন্তত একটি দিন শেভ করা থেকে বিরত থাকুন।

এ বিভাগের আরো খবর