স্বাভাবিকের চেয়ে ফোন চার্জ হতে মাঝে বেশি সময় লাগে। কী কারণে ধীরগতিতে চার্জ হয় তা অনেকেই বুঝতে পারেন না। ধীরগতিতে ফোন চার্জের কারণ ও সমাধানের কিছু উপায় দেখে নেয়া যাক।
চার্জিং কেব্ল যাচাই
চার্জিংয়ের গতি কমে যাওয়ার পেছনে অনেক ক্ষেত্রেই দায়ী চার্জিং কেব্ল। দীর্ঘদিন ব্যবহারের ফলে কেব্লের কার্যক্ষমতা কমে যায়। এ ছাড়া চার্জিং কেব্লের অগ্রভাগ ক্ষয়ে যাওয়া কিংবা মরিচা পড়তে পারে। তাই ত্রুটিপূর্ণ এমন কেব্লের কারণে স্মার্টফোনে চার্জে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। এমন হলে কেব্লটি পরিবর্তন করে নিন। দেখবেন ফোন আবার স্বাভাবিক গতিতে চার্জ হবে।
চার্জিং অ্যাডাপ্টর যাচাই
কিছু ক্ষেত্রে চার্জিং অ্যাডাপ্টরের সক্ষমতা কমে যায়। বর্তমান বাজার অনুযায়ী স্মার্টফোন নির্মাতারা স্মার্টফোনের সঙ্গে এক, দুই কিংবা তিন অ্যাম্পিয়ার সক্ষমতার চার্জার দেয়। সাধারণ হিসাবে, এক অ্যাম্পিয়ারের চার্জার গড়ে ৭০০-৮৫০ মিলিঅ্যাম্পিয়ার হারে, দুই অ্যাম্পিয়ারের চার্জার গড়ে ১৫০০-১৬০০ মিলিঅ্যাম্পিয়ার হারে ও তিন অ্যাম্পিয়ারের চার্জার গড়ে ২৫০০-২৬০০ মিলিঅ্যাম্পিয়ার হারে স্মার্টফোনের ব্যাটারিকে চার্জ করে থাকে।
স্মার্টফোনে চার্জিংয়ের হার কেমন তা একটি অ্যাপ দিয়েও আপনি যাচাই করে নিতে পারবেন। ‘অ্যাম্পিয়ার’ নামের এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে এই ঠিকানা ডাউনলোড করে নিতে পারবেন। চার্জিং স্লো মনে হলে এই অ্যাপ দিয়ে চার্জের হার জেনে নিতে পারবেন। স্বাভাবিকের চেয়ে কম হারে চার্জ হলে চার্জারটি পরিবর্তন করে সমস্যার সমাধান করতে পারবেন।
ব্যাটারি পরিবর্তন
চার্জার কিংবা কেবল ঠিক থাকলেও অনেক সময় ব্যাটারির সমস্যার কারণে চার্জ ধীরগতিতে হতে পারে। তবে এ ক্ষেত্রে চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া, স্মার্টফোন গরম হয়ে যাওয়া কিংবা অস্বাভাবিক হারে চার্জের পরিমাণ বাড়া-কমার মতো সমস্যা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করলে সমস্যার সমাধান হয়।
চার্জিং পোর্টে সমস্যা
অনেক সময় চার্জিং পোর্টে সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে চার্জার ঠিকভাবে সংযোগ না পাওয়ার কারণে চার্জিং প্রক্রিয়া ব্যাহত হয়। এ কারণে ফোন ধীরগতিতে চার্জ হলে অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে চার্জিং পোর্ট সারিয়ে নিন।
চার্জে দেয়া অবস্থায় ফোন না ব্যবহার করা
অনেকেই চার্জে দেয়া অবস্থায় স্মার্টফোন ব্যবহার করেন। এমনকি চার্জে দেয়া অবস্থায় হাই রেজুলেশনের গেইমও খেলেন। ফলে চার্জিং প্রক্রিয়া বিলম্ব হয়। কোনো কোনো ক্ষেত্রে এতে ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হয়। তাই চার্জে দেয়া অবস্থায় স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকুন।
এসব পদ্ধতি মেনে চলুন, দেখবেন আপনার ফোনে চার্জ হতে আর বেশি সময় নিচ্ছে না।